স্টাফ রিপোর্টার: মহান বিজয় দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড়ে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। কৃতি দাবা খেলোয়াড় সাইদুর রহমানের সভাপতিত্বে ওই দাবা প্রতিযোগিতার উদ্বোধন করবেন চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। ১৬ ডিসেম্বর দুপুরে চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই দাবা প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।