দর্শনা রেলগেট থেকে শুরু হবে দূরপাল্লার দৌঁড়

মহান বিজয় দিবস ম্যারাথন দৌঁড়ের প্রস্তুতিসম্পন্ন

স্টাফ রিপোর্টার: মহান বিজয় দিবসে ম্যারাথন দৌঁড়ের প্রস্তুতিসম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা পৌরসভার সম্মেলনকক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিসভায় সভাপতিত্ব করেন প্রতিযোগিতার আহ্বায়ক চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। প্রস্তুতিসভায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মহান বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে প্রতিবছর এ ম্যারথন দৌঁড় প্রতিযোগিতার ব্যবস্থা করে থাকে চুয়াডাঙ্গা পৌরসভা। সভায় বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহিত হয়। এগুলোর মধ্যে অনত্যম এ বছর প্রতিযোগিতায় শুধুমাত্র ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীকে চুয়াডাঙ্গা পৌরসভার পক্ষে পুরস্কার দেয়া হবে। কোনো সান্ত¦না পুরস্কার দেয়া হবে না। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের যাতায়াত বাবদ কোনো টাকা দেয়া হবে না। ১৫ ডিসেম্বর সকাল ৭টায় দর্শনা রেলগেট থেকে শুরু হবে দূরপাল্লার ম্যারাথন দৌঁড়। এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নিজ নিজ দায়িত্বে সকাল সাড়ে ৬টার মধ্যে নির্ধারিত স্থানে উপস্থিত হতে হবে। প্রস্তুতিসভায় ম্যারথন দৌড় সুষ্ঠুভাবেসম্পন্ন করার জন্য পুলিশ সুপারের মাধ্যমে ট্রাফিক সার্জেন্ট ও সিভিল সার্জনের একটি চিকিৎসক টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন বলে জানান চুয়াডাঙ্গা পৌর মেয়র।