স্টাফ রিপোর্টার: বছরের শেষ দিকে এসে কেরুজ আখে আগুন, ফার্মের সারচুরি সর্বশেষ ফুলবাড়ি ফার্মের করণিক কর্তৃক গাছ বিক্রির অভিযোগ উঠেছে। বিষয়টি জানতে পেরে কেরুজ কর্তৃপক্ষ শুরু করেছে তদন্ত।
জানাগেছে, ১ ডিসেম্বর দর্শনা কেরুজ চিনিকলটির ২০১৭-১৮ মাড়াই মরসুম চালু করতে কর্মকর্তারা ব্যস্ত সময় পার করেছেন। ঠিক তার দু’দিন আগে চিনিকলের ডিহি বাণিজ্যিক খামারের আখে ঘটে আগুন লাগার ঘটনা, তার তিনদিন পর আড়িয়া বাণিজ্যিক খামারে ঘটে সারচুরির ঘটনা। একের পর এক ঘটনার মধ্যেও গত ৯ ডিসেম্বর ফুলবাড়ি বাণিজ্যিক খামারে গাছ চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। অভিযোগ উঠেছে ওই ফার্মের করণিক হারুন-অর-রশিদ হারুন প্রায় ৩০ হাজার টাকার শিশু গাছ বিক্রি করে দিয়েছে। ফার্মের এক দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি জানতে পেরে কেরুজ কর্তৃপক্ষকে অবহিত করেন। অভিযোগ পেয়ে গতকাল মঙ্গলবার বিকেলে ডিজিএম ফার্ম ফুলবাড়ি বাণিজ্যিক খামারে যান এবং গাছ বিক্রির বিষয়টি প্রাথমিক তদন্ত করেন। তদন্তে জানতে পারেন ওই দিন ফুলবাড়ি ফার্মের শিশু গাছ কেটে চিনিকলে পাঠানো হয়। সেখান থেকে কয়েকটি মূল্যবান লগ করণিক হারুন হিজলগাড়ী বাজার নামক জায়গায় সরিয়ে রাখেন। পরে সে লগ সরোজগঞ্জে নিয়ে বিক্রি করে দেয়। প্রশ্ন উঠেছে, পথি মধ্যে লগ কাঠ সরিয়ে ফেলার দায় কি ফার্ম ইনচার্জ এড়াতে পারেন? এবিষয়ে ফার্ম ইনচার্জ রকিবুলের সাথে যোগযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। এ ব্যাপারে ডিজিএম ফার্ম হুমায়ুন কবীর বলেন, অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছি। কিছুটা সত্যতাও মিলেছে। অভিযোগ প্রমাণিত হলে দোষীর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।