ভালোভাবে জানুন

আহাদ আলী মোল্লা

এই জনতা ক্ষেপলে বাপু
সবাই পিছু হটে,
কারণ তারা একজোটে যায়
বুদ্ধিও বেশ ঘটে।

তোমরা যারা ভাব নিতে যাও
পোশাক আশাক ছাড়া,
জনজনতা ভুয়া ভেবে
দিতেই পারে তাড়া।

আটক হলে তাড়াও খেলে
দেখলে ঠেলা ঠিকই,
বুঝলে তো গো এই জনতা
করতে পারে কী কী।

আইন বাবু হয়েও কেন
ভাঙেন আইনকানুন,
কী করা যায়, যায় না কী তা
ভালোভাবে জানুন।

 

সূত্র (ঢাকায় ব্যবসায়ীকে তুলে নেয়ার চেষ্টাকালে ডিবির টিম আটক)

 

Leave a comment