স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সুবর্ণ জয়ন্তী আজ। ‘গ্রাম বাংলার কল্যাণে নিবেদিত হোক সাংবাদিকতা’ শ্লোগান নিয়ে আজ ১০ ডিসেম্বর চুয়াডাঙ্গায় উৎযাপন করা হচ্ছে সূবর্ণ জয়ন্তী উৎসব।
সূবর্ণ জয়ন্তী উৎসবের মূল পর্ব সন্ধ্যা ৭টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে। অনুষ্ঠানে প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। বিশেষ অতিথি পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম, পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি আজাদ মালিতা, বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর সভাপতি আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক ও এফবিসিসিআই পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা। সভাপতিত্ব করবেন বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি প্রবীণ সাংবাদিক অবসরপ্রাপ্ত শিক্ষক মাহতাব উদ্দীন। স্বাগত বক্তব্য দেবেন সাধারণ সম্পাদক আব্দুস সালাম। শুভেচ্ছা বক্তব্য দেবেন চুয়াডাঙ্গা প্রেসক্লাব সেক্রেটারি ফাইজার চৌধুরীসহ স্থানীয় পত্র পত্রিকার সম্পাদকম-লী। বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের আয়োজন সফল করতে সকলকে অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে।