জীবননগর ব্যুরো: জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে পুলিশ দু’মাদকসেবীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা দোষ স্বীকার করায় তাদেরকে মোবাইল কোর্টের বিচারক প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেছে। গতকাল শনিবার দুপুরে পৌর এলাকার দৌলৎগঞ্জে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জীবননগর পৌর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় প্রকাশ্যে মাদকসেবন করার অপরাধে দৌলৎগঞ্জের মৃত কিতাব শাহর ছেলে মানিক (৪৮) ও লক্ষ্মীপুর গ্রামের মৃত আনসার আলী বিশ্বাসের ছেলে আক্তার হোসেনকে (৩৮) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯ ও ৯ ধারার ১১(গ) মতে দ-নীয় অপরাধে দুজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করা হয়।