স্টাফ রিপোর্টার: বিপিএলের প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করলো ঢাকা ডায়নামাইটস। এলিমিনেটর ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ১৯১ রান সংগ্রহ করে ঢাকা। ১৯২ রানের লক্ষে ব্যাট করতে নেমে মাত্র ৯৬ রানে অল আউট হয়ে যায় কুমিল্লা। ফলে ৯৫ রানের বিশাল ব্যবধানে জয় পায় ঢাকা।
আগামীকাল রোববার কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সের মধ্যে অনুষ্ঠিত বিজয়ী দলের সঙ্গে ফাইনাল খেলবে ঢাকা। দিনের প্রথম ম্যাচে ক্রিস গেইলের অপরাজিত ১২৬ রানের সুবাদে খুলনা টাইটান্সকে টুর্নামেন্ট থেকে বিদায় করে রংপুর রাইডার্স। এর আগে শুক্রবার মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টস জিতে ব্যাটিং নেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান। ঢাকার পক্ষে এভিন লুইস ৪৭, জো ডেনলি ৩২, কাইরন পোলার্ড ৩১, সাকিব আল হাসান ৯, শহীদ আফ্রিদি ৩০ ও সুনীল নারিন ৯ রান সংগ্রহ করেন। কুমিল্লার পক্ষে বোলিংয়ে হাসান আলী তিনটি শোয়েব মালিক একটি, ডোয়াইন ব্রাভো দুটি উইকেট দখল করেন।
ব্যাটিংয়ে নেমে শুরুতে লিটন দাসের উইকেট হারায় কুমিল্লা। এরপর নিয়মিত বিরতিতে কুমিল্লার উইকেট পড়তে থাকে। দু’বার জীবন পাওয়ার পর দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান সংগ্রহ করেন কুমিল্লার অধিনায়ক তামিম ইকবাল। অন্যদিকে হাসান আলী ১৮ ও মেহেদি হাসান ১৫ রান করেন। এ ছাড়ার কুমিল্লার পক্ষে আর কেউ দুই অঙ্ক পেরুতে পারেনি। ঢাকার পক্ষে মোসাদ্দেক হোসাইন, সাকিব আল হাসান দুটি করে এবং শহীদ আফ্রিদী তিনটি উইকেট দখল করেন।