আলফাজ উদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চিৎলা গোবিন্দহুদা জয়ী

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার আলফাজ উদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৯ম ম্যাচে দামুড়হুদা চিৎলা গোবিন্দহুদা ফুটবল একাডেমি টাইব্রেকারে ৫-৪ গোলে জুড়ানপুর ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করেছে। গতকাল শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা ক্লাব টাউনমাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের ১ম ম্যাচে নির্ধারিত সময়ে কোনোপক্ষই একে অপরের জালে বল জড়াতে পারেনি। ফলে বাইলজ অনুযায়ী খেলার ফলাফল নিশ্চিত করতে টাইব্রেকার পদ্ধতির সহায়তা নেয়া হয়। টাইব্রেকারে দামুড়হুদা চিৎলা গোবিন্দহুদা ফুটবল একাডেমি ৫-৪ গোলে জুড়ানপুর ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে। এ ম্যাচে জয়-পরাজয় নিশ্চিত করতে উভয় দলকে ৭টি করে পেনাল্টি কিক নিতে হয়। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচত হন বিজয়ী দলের রেজাউল হোসেন। উল্লেখ্য, বিজয়ী দলে বাবা ও ছেলে অংশগ্রহণ করেন। বাবা সানোয়ার হোসেন দলানায়ক ও ছেলে রেজাউল হোসেন রাইট উইঙ্গার হিসেবে খেলায় অংশগ্রহণ করেন।
খেলা শেষে অংশগ্রহণকারী দুটি দলকে ও ম্যান অব দ্য ম্যাচ রেজাউল হোসেনের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। অংশগ্রহণকারী দল ও ম্যান অব দ্য ম্যাচের হাতে পুরস্কার তুলে দেন চুয়াডাঙ্গা চেম্বারের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ইয়াকুব হোসেন মালিক, চুয়াডাঙ্গার কৃতিসন্তান যশোর শার্শা উপজেলা শিক্ষা অফিসার হাফিজুর রহমান হাফিজ ও চুয়াডাঙ্গা জেলা ফুটবল দল ও চুয়াডাঙ্গা মোহামেডানের কৃতি গোলরক্ষক জাহাঙ্গীর আলম টিপু। খেলার মাঠে খেলা উপভোগের জন্য উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ হকি দলের সাবেক ম্যানেজার রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা ক্রীড়া সংস্থার বর্তমান সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার, বাংলাদেশ ফুটবল দলের সাবেক কৃতি ফুটবলার মাহমুদুল হক লিটন, ম্যাচ কমিশনার ওয়ালিউল্লাহ সিদ্দিক, চুয়াডাঙ্গা রেফারি সমিতির সম্পাদক ওবাইদুল হক জোয়ার্দ্দার, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, মরহুম আলফাজ উদ্দিন জোয়াদ্দারের ছেলে জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি এ নাসির জোয়ার্দ্দার, মোতাহের হোসেন জোয়ার্দ্দার, হাফিজুর রহমান লিটন, ছোট মেয়ে শাহানাজ পারভীন লিটা, জহুরুল ইসলাম বেলুসহ শ শ দর্শক।
আজ একই মাঠে দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড় একাদশ ও ওসমানপুর ইলেভেন স্টার ফুটবল একাদশ।