খুলনা-কলকাতা রুটে যশোরে স্টপেজসহ ১১ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচী

যশোর প্রতিনিধি: খুলনা-কলকাতা রুটে যশোরে স্টপেজ, বেনাপোল-ঢাকা রুটে ২টি ট্রেন চালুসহ ১১ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচী ঘোষণা করেছেন রেল উন্নয়ন সংগ্রাম কমিটি যশোরের নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার সকালে যশোর রেল স্টেশন চত্বরে অনুষ্ঠিত মতবিনিময়সভায় ঘোষিত কর্মসূচীর মধ্যে রয়েছে ১৯ ডিসেম্বর জেলা প্রশাসকের মাধ্যমে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান এবং দাবির সপক্ষে জনমত গঠনের লক্ষ্যে বেনাপোল, ঝিকরগাছাসহ জেলার বিভিন্ন স্থানে মতবিনিময়সভা। দাবিগুলোর মধ্যে রয়েছে খুলনা-কলকাতা রুটে যশোর স্টপেজ দেয়া ও ভাড়া কমানো, বেনাপোল-ঢাকা রুটে ২টা ট্রেন চালু, যশোর-খুলনা স্যাটল ট্রেন চালু, জরুরি ভিত্তিতে খুলনা-দর্শনা ডবল লাইনের কাজ শুরু এবং সারাদেশে ডবল লাইন চালুসহ সকল জেলাকে রেলের আওতায় আনা, কৃষিপণ্য ও কাঁচামাল পরিবহনের জন্য সকল ট্রেনে বিশেষ বগির (ভেন্ডোর) ব্যবস্থা, যশোর রেলওয়ে হাসপাতাল চালু করা প্রভৃতি। মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন রেল উন্নয়ন সংগ্রাম কমিটি যশোরের আহ্বায়ক ইকবাল কবির জাহিদ। উপস্থিত ছিলেন ইলাহদাদ খান, হাসিনুর রহমান, জাকির হোসেন হবি, সন্তোষ দত্ত, যোগেশ দত্ত, হারুন-অর-রশিদ, আহসানউল্লাহ ময়না, জিল্লুর রহমান ভিটু, আব্দুল মতিন, কামাল উদ্দিন, অ্যাড. আবুল হোসেন প্রমুখ।