স্টাফ রিপোর্টার: সাবধান! সেলফোনে প্রতারকচক্র দীর্ঘদিন ধরেই সক্রিয়। এরা কখনো নিজেকে চরমপন্থি দলের নেতা, কখনো বিকাশের সেন্ট্রাল কর্তা কিম্বা জ্বিনের বাদশা অথবা অন্য কোন পরিচয়ে লোভনীয় টোপে হাতিয়ে নেয় টাকা। গতকালও সন্ধ্যার পর বিকাশের কেন্দ্রীয় কার্যালয়ের কর্তা সেজে এক প্রতারক রবি নম্বর থেকে চুয়াডাঙ্গা কলেজপাড়ার এক ব্যক্তির সেলফোনে রিং করে বলে, তিন মাসের জন্য বিকাশ বন্ধ হয়ে যাচ্ছে। যাদের একাউন্টে টাকা রয়েছে তারা কিছু তথ্য দিলে তাদের একাউন্ট বন্ধ হবে না। এ কথা শুনেই চুয়াডাঙ্গা কলেজপাড়ার ব্যবসায়ী টিটোর বুঝতে বাকি থাকে না, বিকাশের কর্তা সেজে ফোন করা ওই ব্যাক্তি প্রতারক। ফলে তিনি কোন তথ্য না দেয়ায় নিরাপদেই রয়েছে তার বিকাশ একাউন্টের যাবতীয় অর্থ। টিটো ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেছেন, ০১৮৩২৫৩৯১১৮ নম্বর সেলফোন থেকে কল করে কৌশলে গোপন তথ্য নেয়ার অপচেষ্টা চালায়।