ডিসি ইকোপার্ক উদ্বোধনের আয়োজনে শাহারবাটি সড়কে উপচেপড়া ভিড়ের মাঝে দুর্ঘটনা
গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে মোটর সাইকেলের ধাক্কায় নিরব হোসেন (৯) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সাহারবাটি সড়কে এ ঘটনা ঘটে। নিহত নিরব হোসেন এ উপজেলার ভোমরদহ গ্রামের আলগামন চালক শফিকুল ইসলামের ছেলে।
নিহত শিশুর পারিবারিক সূত্রে জানা গেছে, মায়ের সাথে নানা বাড়ি সাহারবাটি গ্রামে বেড়াতে যায় শিশু নিরব। ঘটনার সময় নানা বাড়ির সামনের সড়ক দিয়ে চলার সময় দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হাসপাতাল) নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসায় অবহেলার অভিযোগে স্থানীয় মানুষের প্রতিবাদের মুখে জনরোষের শিকার হন চিকিৎসক-কর্মচারীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাসপাতালে শিশুকে নিয়ে যাওয়ার পর ওর মা অক্সিজেন দেয়ার দাবি করেন। কিন্তু অক্সিজেন সিলিন্ডার ছিলো চারতলায় রোগীর ওয়ার্ডে। সেখান থেকে সিলিন্ডার আনার আগেই শিশুর মৃত্যু হয়। এতে ক্ষিপ্ত হন স্থানীয় লোকজন। তবে কর্তব্যরত চিকিৎসক বলেন, শিশুটির অক্সিজেন দেয়ার কোনো প্রয়োজন ছিলো না। আমাদেরকে মাথা ঠা-া করে কেউ রোগী দেখতে দেয়নি। ওয়ার্ডবয়কে মারধরের কারণে ডাক্তার নিজেই রোগীকে ইনজেকশন দিয়েছেন। কিন্তু শিশুটিকে বাঁচানো যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভাটপাড়া ডিসি ইকোপার্ক উদ্বোধনী অনুষ্ঠানের জন্য সাহারবাটি গ্রামের সড়কে বিপুল সংখ্যক যানবাহনের ভিড় জমে। ভিড়ের মধ্যে জনৈক এক মোটরসাইকেল চালক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তাকে আটকাতে পারেনি স্থানীয়রা। গাংনী হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার সুতপা রায় বলেন, শিশুটির মাথার পেছনে গুরুতর আঘাতের ফলে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এতে তার মৃত্যু হয়েছে। মৃত্যু ঘোষণা করার পর থেকেই হাসপাতালের মেঝেতে গড়াগড়ি যাচ্ছিলেন শিশুটির পিতামাতা। তাদের বুকফাটা আর্তনাদে আশেপাশের মানুষও চোখের পানি ধরে রাখতে পারেননি। হাসপাতালেই এক হৃদয় বিদারক আবহ সৃষ্টি হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। তাই মামলা হয়নি। মরদেহ দাফনের অনুমতি নিয়েছে পরিবার।