চুয়াডাঙ্গা সদর থানা ও ফাঁড়ি পুলিশসহ গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী পৃথক অভিযান
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা গোয়েন্দা, সদর থানা ও শহর ফাঁড়ি পুলিশের পৃথক ৫টি অভিযানে ১ মাতালসহ ৫ জন মাদককারবারি ধরা পড়েছে। উদ্ধার করা হয়েছে গাঁজা, ঘুমের ইনজেকশন ও ইয়াবা।
পুলিশ বলেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের জাফরপুর খলিফাপাড়ার মৃত মজিদ খলিফার ছেলে খলিল (৪৫) মদপান করে স্টেশনের নিকট মাতলামি করছিলো। সন্ধ্যার পর তাকে শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করেন। তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সদর থানার এসআই মিজানুর গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কেদারগঞ্জ ফিরোজ রোড থেকে ৮ অ্যাম্পুল ঘুমের ইনজেকশনসহ হাতেনাতে পাকড়াও করেন মনছুর আলীকে (৪০)। সে সাদেক আলী মল্লিকপাড়ার হোসেন শেখের ছেলে। একই থানার এসআই খালিদ গোপন সংবাদের ভিত্তিতে ভালাইপুর মোড়ে অভিযান চালিয়ে গ্রেফতার করেন জহির উদ্দীন (৩৭) নামের এক মাদককরবারিকে। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাকে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। সে চুয়াডাঙ্গা মুসলিমপাড়ার ফজলু শেখের ছেলে। এ ছাড়া চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের এসআই আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ফিরোজ রোর্ডের তরিকুলের চায়ের দোকানের সামনে থেকে পাকড়াও করেন মিরাজুল ইসলাম নামের এক গাঁজা বিক্রেতাকে। তার নিকট থেকে ১’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সে কেদারগঞ্জ নতুন বাজার এলাকার মৃত আজিমুদ্দিনের ছেলে। এছাড়া গোয়েন্দা পুলিশের সদস্যরা দামুড়হুদা ফকিরপাড়ার রিকাত আলীর ছেলে বিপুলকে (২৫) আটক করেছে। তাকে ১’শ গ্রাম গাঁজাসহ চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়কের ফকিরপাড়া যাত্রী ছাউনির নিকট থেকে আটক করা হয়।