৬ মাদকসেবীসহ বিভিন্ন মামলার ১৩ জন গ্রেফতার
দামুড়হুদা প্রতিনিধি: জেলা পুলিশ সুপার মাহবুবুর রহমানের (পিপিএম) নির্দেশে দামুড়হুদা উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশ মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে। অভিযানের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার ৬ মাদকসেবীসহ মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আটক ১৩ জনের মধ্যে ৭ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া দর্শনা রামনগর বাগতিপাড়ার প্রতিবেশী রিকশাচালক কালুর বসতঘরে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগে এনামুল নামের একজনকে আটক করা হয়েছে।
থানাসূত্রে জানা গেছে, দামুড়হুদা মডেল থানা পুলিশ মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত বুধবার দিনগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আকরাম হোসেনের নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই আব্দুল বাকী, এসআই তপন কুমার নন্দী, এএসআই সবেদ আলী, এএসআই এজাজুল সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা পৌর এলাকার দক্ষিণচাঁদপুর গ্রামের মৃত কাশেম ম-লের ছেলে ইমান আলীর (৬২) বাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় তার বসতঘর তল্লাশি করে খাটের নিচ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। পর্যায়ক্রমে দর্শনা দক্ষিণচাঁদপুরের মৃত মসলেম সর্দারের ছেলে ইব্রাহিম হোসেন (৪০), জয়রামপুর হাজিপাড়ার ইয়াছিনের ছেলে জিনারুল ইসলাম (৩৫), চৌধুরীপাড়ার মৃত আব্দুর কুদ্দুসের ছেলে শিপন (৩৩), দর্শনা মেমনগরের মৃত আফছারের ছেলে আব্দুর রহিম (৫২), ঝাঝাডাঙ্গা গ্রামের মৃত ছানোয়ারের ছেলে শহিদুল ইসলামকে (৪১) আটক করা হয়। এছাড়া একই রাতে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আসাদ সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান চালিয়ে কার্পাসডাঙ্গা মুচির বটতলা মোড় থেকে মিশনপাড়ার মৃত ধীরেন ম-লের ছেলে শুকচাঁদ ম-লকে ৫ বোতল ফেনসিডিলসহ আটক করেন। এদিকে দর্শনা তদন্তকেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শোনিত কুমার গাইনের নেতৃত্বে এএসআই মনিরুল ইসলাম ও এএসআই লাভলু সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সুলতানপুরের আ. কুদ্দুসের ছেলে আলী আহম্মদ (৩৫), একই গ্রামের জলিলের ছেলে শাহীন (২৬), চুয়াডাঙ্গা জেলা সদরের বালিয়াকান্দি গ্রামের মৃত ওসমান আলীর ছেলে চঞ্চল (২৮), বহালগাছি গ্রামের মজনুর ছেলে বিল্লাল হোসেন (২১), কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহের উত্তরকারছা গ্রামের আরশেদ আলীর ছেলে সন্টু মিয়াকে (৩২) ছেলে মাদক সেবনকারী হাতেনাতে আটক করেন। এছাড়া গতকাল দুপুরে দর্শনা রামনগর বাগতিপাড়ার প্রতিবেশী রিকশাচালক কালুর বসতঘরে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগে একই পাড়ার মফিজুলের ছেলে এনামুলকে (১৫) আটক করা হয়। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, জেলা পুলিশ সুপারের নির্দেশেই মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। মাদকের সাথে কোনো আপস হবে না। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।