দর্শনা রামনগরে শত্রুতামূলকভাবে বসত ঘরে আগুন
দর্শনা অফিস: দিনদুপুরে প্রকাশ্যে দর্শনা রামনগরে পূর্বশত্রুতার কারণে বসত ঘরে আগুন ধরিয়ে দিয়েছে রামনগরের এনামুল। অগ্নিকা-ে বসতঘরসহ অর্ধলক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় অভিযুক্ত এনামুলকে গ্রেফতার করেছে পুলিশ। দর্শনা পৌরসভার পক্ষ থেকে ক্ষতিগ্রস্তকে আর্থিক সহায়তা করেছেন পৌর মেয়র মতিয়ার রহমান।
জানা গেছে, দর্শনা পৌর এলাকার রামনগরের মফিজুল ইসলামের ছেলে এনামুলের সাথে একই পাড়ার লোকমানের ছেলে কালুর বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিলো। এ দ্বন্দ্বের জের ধরে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এনামুল প্রকাশ্যে কালুর বসতঘর ঘেষা পাটকাঠির গাদায় আগুন ধরিয়ে দেয়। মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে বসত ঘর ও ঘরের আসবাবপত্রসহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই হতদরিদ্র কালুর সহায় সম্বল ভস্মিভূত হয়ে যায়। ঘটনার পরপরই দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সেপেক্টর শোনিত কুমার গায়েন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে এনামুলকে গ্রেফতার করেন। দুপুর ২টার দিকে দর্শনা পৌরসভার পক্ষ থেকে পৌর মেয়র মতিয়ার রহমান ও কর্মকর্তারা ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে আর্থিক অনুদান ও শীতবস্ত্র প্রদান করেছেন। এ সময় উপস্থিত ছিলেন, উপ-প্রকৌশলী আব্দুস সামাদ, পৌর কাউন্সিলর মঈনুদ্দিন মন্টু, কানচু মাতব্বর, আ.লীগ নেতা মোজাহারুল ইসলাম, হাতেম ম-ল, পৌরসভার বড়বাবু রুহুল আমীন, ক্যাশিয়ার রুমি আলম পলাশ, শাহআলম, নাজমুল হুদা প্রমুখ।