আলমডাঙ্গার খাসকররা নির্বাচনী সমাবেশে আসাদুল হক বিশ্বাস

শেখ হাসিনার সরকার উন্নয়ন ও অগ্রগতির সরকার
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-১ আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস তার নির্বাচনী গণসংযোগ অব্যাহত রেখেছেন। গতকাল মঙ্গলবার তিনি আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ও খাসকররা ইউনিয়নের বিভিন্ন গ্রামের গণসংযোগ করে। পরে বিকেলে তিনি খাসকররা বাজারে সমাবেশে বক্তব্য রাখেন। এ সময় তিনি অভিযোগ করেন, বিভিন্ন গ্রামে তার নির্বাচনী প্রচারের বঙ্গবন্ধু ও দেশরতœ শেখ হাসিনার ছবি সংবলিত ব্যনার-ফেস্টুন ভাঙচুর অগ্নিসংযোগসহ তার নেতা কর্মীদের মারধর করা হচ্ছে। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনা তার নিরলস ভূমিকা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন। তার এ নিরলস পরিশ্রমের ফল বাংলাদেশের জনগণের কাক্সিক্ষত স্বপ্নœ পদ্মাসেতু আজ দৃশ্যমান। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার যে উন্নয়নের শিখরে যাচ্ছে, তা আজ বিশ্বব্যাপী সমাদৃত হচ্ছে। শেখ হাসিনার সরকার উন্নয়ন ও অগ্রগতির সরকার। আর এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করুন।’ সেই সাথে আগামী জাতীয় নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদে মনোনয়নের জন্য এলাকাবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন আসাদুল হক বিশ্বাস।
গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন নাগদাহ ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলী মিয়া, আলমডাঙ্গা পল্লী বিদ্যুতের পরিচালক গোলাপ মিয়া, জেলা কৃষকলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কামাল এহসান রুমি, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিশন মেম্বার, আফিল উদ্দিন, আলাউদ্দিন বিশ্বাস, রোকন, রুহুল আমিন, রাসেল জোয়ার্দ্দার, সবুজ, পলক, সুইট, মানুয়ার, রিয়াদ টোকন, সাব্বির, গালিব, শাহিন বিশ্বাস, রিজিক, সানোয়ার প্রমুখ।