আগুন পোহাতে গিয়ে ব-বিলের ৫ম শ্রেণির এক শিশুকন্যা ঝলসে গিয়েছে

আলমডাঙ্গা ব্যুরো: শীত থেকে বাঁচতে আগুন পোহাতে গিয়ে আলমডাঙ্গার ব-বিল গ্রামের ৫ম শ্রেণিতে পড়ুয়া এক শিশুকন্যা ঝলসে গিয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গার ব-বিল গ্রামের দরিদ্র লিটন আলীর ৫ম শ্রেণিতে পড়ুয়া শিশুকন্যা নুপুর অন্যান্যের সাথে গতকাল সোমবার সন্ধ্যায় বাড়ির সামনে আগুন পোহাচ্ছিলো। এরই এক পর্যায়ে অসাবধানতাবশত তার পোষাকে আগুন লেগে যায়। এতে শিশুটির পেট আগুনের উত্তাপে ঝলসে গেছে। তাকে দ্রুত উদ্ধার করে আলমডাঙ্গার ফাতেমা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়।