স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শক্তিশালী দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নেট প্রাকটিসে ব্যাটসম্যানদের বিরুদ্ধে বোলিং করার সুযোগ পেল চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির ক্রিকেটার আব্দুল্লাহ। গত শুক্রবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের টিম ম্যানেজমেন্ট সে দলের নেটে ব্যাটসম্যানদের বিরুদ্ধে আব্দুল্লাহর বোলিং করার বিষয়টি নিশ্চিত করে। গত শুক্রবারই আব্দুল্লাহ অস্ট্রেলিয়ার জজ বাটলার, পাকিস্তানি খেলোয়াড় হাসান আলীসহ বেশ কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে বোলিং করে। গত শনিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৪ উইকেটে রংপুর রাইডারসকে পরাজিত করে।
আব্দুল্লাহ চুয়াডাঙ্গা আলমডাঙ্গার উপজেলার আসমানখালীর বন্দরভিটা গ্রামের মিজানুর রহমান ও হিরা খাতুনের ছেলে। তার ক্রিকেট খেলার পেছনে তার চাচা আলমডাঙ্গার গাংনী ইউনিয়ন আ.লীগ নেতা বজলুর রহমানের ভূমিকা অনস্বীকার্য। আব্দুল্লাহ সকলের দোয়া কামনা করেছে।