চুয়াডাঙ্গা সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে আগুন : আতঙ্ক

স্টাফ রিপোর্টার: সকাল সাড়ে ৭টা। আগুন আগুন বলে ওয়ার্ডের রোগী ও রোগীর লোকজন চিৎকার চেঁচামেচি শুরু করেন। সবাই দিগি¦দিক ছোটাছুটি করতে থাকেন। হাসপাতালজুড়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়। যেসব রোগী সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালের বিছানায় যন্ত্রণায় ছটফট করছেন। তারাও প্রাণ বাঁচাতে ছুটে বাইরে বেরিয়ে যান।
গতকাল রোববার সকাল সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তৃতীয়তলার গাইনি ওয়ার্ডে অগ্নিকা-ের ঘটনা ঘটে। ডা. আওলিয়ার রহমান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সুইচবোর্ডে আগুনের সূত্রপাত হয়। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান। তবে আগুনের কারণে পুরো হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগী ও লোকজন হুড়োহুড়ি করে নামতে গিয়ে চিৎকার চেঁচামেচি করতে দেখা যায় লোকজনকে। এ সময় দমকল বাহিনীর একটি ইউনিট আসার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। গাইনি ওয়ার্ড, শিশু ওয়ার্ড ও সার্জারি ওয়ার্ডের লোকজন নিরাপদে বাইরে বেরিয়ে আসেন।

Leave a comment