দামুড়হুদার আটকবর মাঠে আমগাছের ৭০ চারাগাছ উপড়ে দিয়েছে প্রতিপক্ষ

ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার নাটুদা ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের কিতাব উদ্দীনের ছেলে রফিকুল ইসলামের আটকবর নামক মাঠের এক বিঘা জমির ৭০টি আমগাছের চারা রাতের আঁধারে উপড়ে দেয়া হয়েছে। পূর্বশক্রতামূলক একই গ্রামের আয়নাল হক এবং তার দুই ছেলে এরশাদ আলী ও সানোয়ার আলী ওইসব গাছ উপড়ে দিয়েছেন বলে রফিকুল ইসলাম অভিযোগ করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার দিনগত রাতে অভিযুক্তরা এ ঘটনা ঘটায়। রফিকুল ইসলাম অভিযোগ করে এ প্রতিবেদককে জানান, আমরা আমাদের পৈত্রিক জমিতে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছি। বছর খানেক আগে আমি বিভিন্ন জাতের আমগাছের চারা রোপণ করি। কিছু দিন ধরে অভিযুক্ত ব্যক্তিদের সাথে পারিবারিক ও জমিজায়গা নিয়ে বিরোধ চলে আসছে এবং মামলা বিচারাধীন রয়েছে বিজ্ঞ আদালতে । এরা আমাদের জমিতে রাতের অন্ধকারে এক বিঘা জমিতে থাকা ৭০টি আমগাছের চারা উপড়ে ফেলে দিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করবেন বলে জানান ক্ষতিগ্রস্ত চাষি রফিকুল ইসলাম ।