দর্শনা অফিস: দর্শনায় পূর্ণাঙ্গ স্থলবন্দরের কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে বন্দর সড়ক নির্মাণের জন্য সংশি¬ষ্ট বিভাগ থেকে বরাদ্দকৃত ৩ কোটি টাকার টেন্ডার কার্যক্রম সম্পন্ন হয়েছে। আগামী জানুয়ারির শুরু দিকে সাড়ে ৪ কিলোমিটার সড়ক নির্মাণ কাজ শুরু হতে পারে। দর্শনা স্থলবন্দরের অবকাঠামো অবস্থান পরিদর্শন করতে গতকাল বৃহস্পতিবার বিকেলে জয়নগর পরিদর্শন করলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রাজ্জাক, দর্শনা পূর্ণাঙ্গ স্থলবন্দর বাস্তবায়ন আন্দোলন কমিটির আহ্বায়ক, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, যুগ্মআহ্বায়ক আশরাফুল আলম উলুম, সাংবাদিক রেজাউল করিম লিটন প্রমুখ। এ সময় জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ দর্শনায় পূর্ণাঙ্গ স্থলবন্দর বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।