জীবননগর থেকে মোটরসাইকেলেযোগে বাড়ি ফেরার পথে উথলীতে দুর্ঘটনা
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-জীবননগর মহাসড়কের উথলী বাসস্ট্যান্ড সংলগ্ন ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ইউনুস আলী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তার মত্যু হয়। নিহত ইউনুস আলী দামুড়হুদা উপজেলার চন্দ্রবাস গ্রামের বাজারপাড়ার মৃত রমজান আলী শেখের ছেলে এবং জীবননগর ডাকঘরের ডাকপিয়ন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে ইউনুচ আলী জীবননগর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের উথলী মোল্লাবাড়ি মোড় সংলগ্নে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক ইউনুচ আলী (৫০) ও তার নাতনি মাদরাসা ছাত্রী সোহানা খাতুন (১৭) গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় ইউনুস আলী শেখের মৃত্যু হয়। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত ইউনুস আলীর লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা ছিলো। আজ শুক্রবার ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।