দেশি টুকরো

আইসিটি আইনের ৫৪, ৫৫ ও ৫৭ ধারা বিলুপ্তির প্রস্তাব

স্টাফ রিপোর্টার: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের বহুল আলোচিত ৫৪, ৫৫ ও ৫৭ ধারা বিলুপ্তির প্রস্তাব করা হয়েছে আন্তঃমন্ত্রণালয় সভায়। এ সভায় ‘ডিজিটাল সিকিউরিটি আইন, ২০১৭’ এর খসড়া চূড়ান্ত করা হয়েছে। এ আইনটি সংসদের আগামী শীতকালীন অধিবেশনে উত্থাপন করা হবে। গতকাল বুধবার দুপুরে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তবে নতুন ‘ডিজিটাল সিকিউরিটি আইনে আইসিটি আইনের ৫৭ ধারার বিষয়গুলো সন্নিবেশ করা হবে কিনা তা স্পষ্ট করেননি তথ্যমন্ত্রী।

এদিকে সভা শেষে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারা নিয়েও আলোচনা হয়েছে। আমার  বিশ্বাস, এই ৫৭ ধারা সেভাবে থাকবে না এবং ফ্রিডম অব স্পিচ (বাকস্বাধীনতা) রক্ষা করার জন্য যেসব চেক অ্যান্ড ব্যালেন্সের দরকার, সেগুলো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ও সম্প্রচার আইনে থাকবে। গতকাল বুধবারের আন্তমন্ত্রণালয় সভায় ডিজিটাল সিকিউরিটি আইন চূড়ান্ত হওয়ার পর এটি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে বলে জানান আইনমন্ত্রী।

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের ভর্তি পরীক্ষা শুরু ১ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭টি সরকারি কলেজে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান/পাস) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর ২০১৭ শুক্রবার থেকে শুরু হচ্ছে। কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এই ভর্তি পরীক্ষা মোট ৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো- ইডেন মহিলা কলেজ (রোল ৩০০০০১ থেকে ৩০৫০০০), বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ (রোল ৩০৫০০১ থেকে ৩০৭৩৯৬), ঢাকা কলেজ (রোল ৩০৭৩৯৭ থেকে ৩১০৮৯৬), কবি নজরুল সরকারি কলেজ (রোল ৩১০৮৯৭ থেকে ৩১২৪৪০), সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ (রোল ৩১২৪৪১ থেকে ৩১৪৬৪০), সরকারি তিতুমীর কলেজ (রোল ৩১৪৬৪১ থেকে ৩১৮১৪০), সরকারি বাঙলা কলেজ (রোল ৩১৮১৪১ থেকে ৩২০৬২০), আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ (রোল ৩২০৬২১ থেকে ৩২২১৩০) এবং গার্হস্থ্য অর্থনীতি কলেজ (রোল ৩২২১৩১ থেকে ৩২৩৭০৪)।

কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ১৬ হাজার ৯শ আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ২৩ হাজার ৭০৪জন।

অন্যদিকে, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৮ ডিসেম্বর শুক্রবার এবং বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৯ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হবে। বিস্তারিত তথ্য www.7college.du.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি ৭টি কলেজ হচ্ছে-ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ এবং সরকারি শহীদ সোহাদ্দ্যওয়ার্দী কলেজ।

ফেসবুকে আপত্তিকর ছবি, জাবির ১২ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ

স্টাফ রিপোর্টার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের ১২ শিক্ষার্থীর বিরুদ্ধে ফেসবুকে শিক্ষিকা ও সহপাঠীদের আপত্তিকর ছবি ও মন্তব্যের অভিযোগ করে বিচার দাবি করেছে সহপাঠীরা। রোববার তাদের বিরুদ্ধে বিভাগীয় সভাপতির কাছে লিখিত অভিযোগ দেন একই বিভাগের ১৬ জন ছাত্রী।

অভিযুক্তরা হলেন- নাঈম-ই আখতার , ইজাজ আহমেদ হিমেল, তাপস পাল, মো. ইকবাল হোসেন, মেহেদী হাসান সাগর, শাহরিয়ার খান আবির, ফিলিমন হাজদা, নাহিদুল ইসলাম, মো. সজিব হোসেন, আবু নাঈম, আল-আমীন শৈশব এবং জি এম তরিকুল ইসলাম। তারা সবাই বিশ্বাবিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের ৪৫ ব্যাচের শিক্ষার্থী।

জানা যায়, মাইক্রোবায়োলজি বিভাগের ২য় বর্ষের (৪৫ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থী ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে তথ্য আদান-প্রদানের জন্য মেসেঞ্জারে ২০ জনের একটি গ্রুপ খোলে। পরে খেলা শেষ হলে তিন শিক্ষার্থী গ্রুপ থেকে বের হয়ে যায়। তবে ১৭ জন শিক্ষার্থী ওই গ্রুপে থেকে যায়।

গত দুই মাস যাবত ওই গ্রুপে শিক্ষিকা ও বিভাগের ছাত্রীদের আপত্তিকর ছবি তুলে আপলোড দেয় গ্রুপের ১২ সদস্য। গোপনে তোলা এসব ছবির সঙ্গে অশালীন মন্তব্য করে তারা। পরে গ্রুপে থাকা অন্য পাঁচ সদস্যের মধ্যে এক শিক্ষার্থী এর প্রতিবাদ করে।