দামুড়হুদা কার্পাসডাঙ্গায় তুলাচাষিদের নিয়ে মাঠ দিবস ও আলোচনাসভা

ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কাঞ্চনতলা গ্রামে প্রান্তিক তুলাচাষিদের নিয়ে মাঠ দিবস ও আলোচনাসভা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কার্পাসডাঙ্গা শাখার ভারপ্রাপ্ত কটন ইউনিট অফিসার আমজাদ হোসেনের সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা ড. আব্দুস সালাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন তুলাচাষ বৃদ্ধিতে বর্তমান সরকার বদ্ধপরিকর এবং প্রান্তিক তুলাচাষিকে তুলাচাষের ওপর সর্বাতœক সহযোগিতা করার আশ্বাস দেন। তিনি আরও বলেন সঠিক পরিচর্যার মাধ্যমে তুলাচাষে বিঘা প্রতি ১৬-১৮ মণ ফলন হয়। এটি লাভজনক ফসল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকদিয়া শাখার কটন ইউনিট অফিসার হাবিবুর রহমান ও ইউপি সদস্য সিরাজুল ইসলাম প্রমুখ। এসময় ৪০ জন প্রান্তিক তুলাচাষি উপস্থিত ছিলেন।