ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহের সাধুহাটি ইউনিয়নে আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ১২ মাইল নামক বাজারে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল ম-ল। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অশক কুমার ধর। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের উপদফতর সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদের সদস্য আলাউদ্দীন, আনিচুর রহমান বাবুল ও শাহাজান মোল্লা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ১নং সাধুহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান কাজী নাজীর উদ্দিন।