চুয়াডাঙ্গা ৬ বিজিবি পরিচালকের সাথে কার্পাসডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত

কুড়ুলগাছি প্রতিনিধি: চুয়াডাঙ্গা ৬ বিজিবি পরিচালক লে. কর্নেল হাসান ইমাম মৃধার চায়ের আমন্ত্রনে কার্পাসডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকরা গতকাল মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা ৬ বিজিবির হেডকোয়ার্টারে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সময় চুয়াডাঙ্গা ৬ বিজিবির সুযোগ্য পরিচালকের সাথে একান্ত আলাপচারিতায় তিনি সাংবাদিকদের সাহসী ভূমিকা ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ভূয়সী প্রশংসা করে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। সাংবাদিকরা সমাজের নানা অনিয়ম র্দূনীতি তুলে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসময় তিনি আরও বলেন আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই যে সীমান্তে নোম্যান্স ল্যান্ডে কোনো প্রকার মালিকানা জমি না থাকলেও সেখানে আমরা চাষিদের চাষ করার সুযোগ দিয়েছি। তবে সবাইকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে সীমান্তে বিজিবির পেট্রোলিং সুবিধার কারণে পিলার থেকে তিন ফিট করে জমি প্রত্যেক চাষি রাস্তার জন্য ছেড়ে দেবেন এবং নোম্যান্স ল্যান্ড থেকে ১৫০ ফিট জমির ভেতর কোনো প্রকার পাট, ভুট্টা, আখ ও লাউ শসার বাঁধ ও ৩ ফিটের ওপর ফসল হয় এমন চাষ করা যাবে না। এসব বাদে অন্য ফসল চাষ করা যাবে। যদি কেউ সীমান্তে এ নিয়ম না মেনে অসৎ উদ্দেশে ফসল চাষ করে ও সীমান্তে কোনো অঘটন ঘটে তবে তাকেও আইনের আওতায় আনা হবে অপরাধে সহযোগিতা করার জন্য। আমরা সীমান্তে কোনো চোরাকারবারী হতে দেবো না। চোরাকারবারীদের হুশিয়ারি করে ভালো পথে চলারও আহ্বান জানান তিনি। সোর্সের নাম ভাঙ্গিয়ে সীমান্তে অপরাধ করলেও তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার কথা বলেন। মাদকের কুফল সম্মন্ধে সকলকে সচেতন করে বলেন মাদক আমাদের জন্য মরণব্যাধী। এ মাদক আপনার ভাই, সন্তানদের হাতেই যাচ্ছে। ধ্বংস হচ্ছে যুবসমাজ। সীমান্তে যাতে কোনো প্রকার প্রাণহানি না ঘটে তার জন্য তিনি সীমান্তে কঠোর নজরদারীর কথা জানান সেই সাথে সীমান্তে অসৎ উদ্দেশে কেউ যাতে সীমানা পার না হয় তারও আহ্বান জানান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এমএ জলিল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিলন, দর্শনা গার্লস হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক দৈনিক মাথাভাঙ্গার কুড়ুলগাছি প্রতিনিধি সাংবাদিক হাসেম রেজা হাসমত ও সাংবাদিক ফজলুর রহমান প্রমুখ।