ফেনসিডিলসহ অভিযুক্ত ৪ মাদককারবারী আটক

দামুড়হুদার বিভিন্ন বিজিবি ক্যাম্পের মাদকবিরোধী অভিযান

দর্শনা অফিস: দামুড়হুদার বিভিন্ন বিজিবি ক্যাম্পের বিজিবি সদস্যরা মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ আটক করেছে অভিযুক্ত ৪ মাদককারবারীকে। থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে দর্শনা বিজিবি ক্যাম্পের নায়েক রাব্বুল হোসেন সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান সীমান্ত সংলগ্ন জয়নগর মাঠে। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, ওই মাঠ থেকে আটক করা হয় জয়নগরের ইউনুস আলীর ছেলে বাদশাকে (২৭)। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২৫ বোতল ফেনসিডিল। এ ঘটনায় নায়েক রাব্বুল হোসেন বাদী হয়ে বাদশার বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন।
এদিকে রাত ১০টার দিকে দামুড়হুদার হুদাপাড়া বিজিবি ক্যাম্পের হাবিলদার শাহীন সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে জাহাজপোতা মাঠ থেকে আটক করেছেন, জাহাজপোতা গ্রামের সুরত আলীর ছেলে আবু বক্করকে (৪৬)। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে আবু বক্করের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩৬ বোতল ফেনসিডিল, ও ভারতীয় ১শ রুপি। এ ঘটনায় হাবিলদার শাহীন বাদী হয়ে আবু বক্করের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন। রাত ১১টার দিকে দামুড়হুদার বড়বলদিয়া বিজিবি ক্যাম্পের হাবিলদার আব্দুল আউয়াল সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান, বড়বলদিয়া পশ্চিমপাড়ায়। পশ্চিমপাড়ার রমজান আলীর ছেলে বশির হোসেনকে (২৫) আটক করে বিজিবি সদস্যরা। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে বশিরের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২৫ বোতল ফেনসিডিল। এ ঘটনায় হাবিলদার আব্দুল আউয়াল বাদী হয়ে বশিরের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন। একই সময় দামুড়হুদার সুলতানপুর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আবুল কালাম সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান নাস্তিপুর মাঠে। ওই মাঠ থেকে বিজিবি সদস্যরা আটক করেছে, নাস্তিপুর গ্রামের জয়নুলের ছেলে সাগরকে (২৪)। বিজিবি সদস্যরা সাগরের কাছ থেকে ২২ বোতল ফেনসিডিলের তথ্য দিয়েছে। এ ঘটনায় নায়েব সুবেদার আবুল কালাম বাদী হয়ে দামুড়হুদা থানায় সাগরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।