চুয়াডাঙ্গা সদর হাসপাতালের প্রধান ফটক জঞ্জালমুক্ত রাখতে প্রশাসনের পদস্থ দলের ঘটনাস্থল পরিদর্শন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতালের প্রধান ফটকসহ কম্পাউন্ড যানজোটমুক্ত করার বিশেষ উদ্যোগের অংশ হিসেবে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে প্রশাসন উদ্যোগ নিয়েছে। সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসার তথা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসপাতালের প্রধান ফটকের দু’ধারের অবৈধ স্থাপনা হিসেবে কয়েকটি দোকান উচ্ছেদ করেন। পুনরায় সেখানে অস্থায়ীভাবে স্থাপনা রেখে ব্যবসা শুরু করায় গতকাল সন্ধ্যায় জেলা প্রশাসকের নির্দেশে প্রশাসনিক কর্মকর্তাদের একটি দল গতকাল সোমবার সন্ধ্যায় পুনরায় ঘটনাস্থল পরিদর্শন করে অস্থায়ী স্থাপনাও সরিয়ে নেয়ার নির্দেশ দেন। ফলে তাৎক্ষণিক তা সরিয়ে নেয়া হয়।
জানা গেছে, চুয়াডাঙ্গা প্রশাসন সকল ক্ষেত্রেই নিয়মের সুবাতাস বয়ে দেয়ার বিশেষ উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চোর-চুট্টাসহ দালালমুক্ত করার পাশাপাশি হাসপাতালের প্রবেশ মুখে যানজট নিরসনে অবৈধ স্থাপনা স্থায়ীভাবে উচ্ছেদের উদ্যোগ নেয়া হয়েছে। সম্প্রতি অভিযোগের ভিত্তিতে হাতেনাতে ধরাপড়া এক দালালের জরিমানা করার পাশাপাশি হাসপাতালের প্রধান ফটক থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট। অবৈধ স্থাপন সরিয়ে নেয়া হলেও পুনরায় ওই দোকানিদেরই কেউ কেউ আবার অস্থায়ীভাবে দোকান বসিয়ে বেচা-কেনা শুরু করেন। এরকমই অভিযোগ পেয়ে জেলা প্রশাসক গতকাল ঘটনাস্থল পরিদর্শনপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এ নির্দেশাবলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ফরহাদ আহমেদ, সদর উপজেরা নির্বাহী অফিসার ওয়াসিমুল বারী, নির্বাহী ম্যাজিস্ট্রেট টুকটুক তালুকদার, সুচিত্র রঞ্জন দাস, পাপিয়া আক্তার, চৌধুরী মোস্তাফিজুর রহমান, ¯িœগ্ধা দাস, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবিরসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শন করে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ দেন। এ নির্দেশ অমান্য করলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়ে দেয়া হয়।