আলমডাঙ্গা ব্যুরো: স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আলমডাঙ্গার বিশিষ্ট ঠিকাদার জাকির হোসেন ওরফে সন্টু মোল্লা (৬০)। গতকাল ২৭ নভেম্বর সন্ধ্যায় নিজবাড়িতে মাগরিবের নামাজ পড়ার সময় তিনি স্ট্রোকে আক্রান্ত হন। পরে তাকে স্থানীয় ফাতেমা ক্লিনিক হাসপাতালে নেয়া হলে রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
আলমডাঙ্গা হাইরোডস্থ মোল্লা পরিবারের মৃত আবু ইছা মোল্লার একমাত্র ছেলে ছিলেন জাকির হোসেন ওরফে সন্টু মোল্লা। তিনি বেশ কিছুদিন ধরে হার্টের রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ইতালি প্রবাসী ১ ছেলে, লন্ডন ও আমেরিকা প্রবাসী ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাজা শেষে আজ ২৮ নভেম্বর স্থানীয় দারুস সালাম প্রাঙ্গণে লাশ দাফন করা হবে। তবে কখন লাশ দাফন করা হবে তা তাৎক্ষণিকভাবে রাতে জানাতে পারেনি পরিবার সদস্যরা। মরহুমের আত্মার মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।