বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি লাভ করায় আনন্দ শোভাযাত্রা : ঢাকায় প্রধানমন্ত্রী
মাথাভাঙ্গা ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্য’ ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্ট্রার-এ অন্তর্ভূক্তির মাধ্যমে ‘বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য’র স্বীকৃতি লাভ করায় এ অসামান্য অর্জনকে যথাযোগ্য মার্যাদায় উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে আনন্দ শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালন করে জাতি। ঝিনাইদহের কালীগঞ্জে সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নানের নেতৃত্বে বের হওয়া আনন্দ শোভাযাত্রা পুলিশের বাধায় পন্ড হয়ে যায়। ঢাকার আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করে বলেছেন, বাংলাদেশে আর যেনো রাজকার-আলবদর-আলশামস, যুদ্ধাপরাধী, খুনি ও ইতিহাস বিকৃতিকারীরা ক্ষমতায় আসতে না পারে। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সোনার বাংলা হিসেবে দেশকে গড়ে তুলবোই। তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে। আগামী দিনের বাংলাদেশ হবে অর্থনৈতিক মুক্তির ও সমৃদ্ধির বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ায় শনিবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শেষে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত বিশাল সমাবেশ প্রধানমন্ত্রী এ কথা বলেন।
চুয়াডাঙ্গায় শনিবার বেলা ১০টায় স্থানীয় ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়ের ফুটবল মাঠে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ মাল্যদান করেন। এরপর সেখান থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহর প্রদিক্ষণ করে টাউন ফুটবল মাঠে গিয়ে শেষ হয়। আনন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। এ সময় পুলিশ সুপার মাহবুবুর রহমান, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, সিভিল সার্জন ডা. খায়রুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুজ্জামান, সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নওরোজ মো. সাঈদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মহ: শামসুজ্জোহা (পিপি), জাতীয় গোয়েন্দা সংস্থার উপ-পরিচালক জাফর ইকবাল ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, সরকার দলীয় নেতাকর্মীসহ আনন্দ শোভাযাত্রায় সরকারি বিভিন্ন দফতর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মানুষ অংশগ্রহণ করেন। টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী লাঠিখেলা, ফুটবল খেলা ও চলচ্চিত্র প্রদর্শন। আনন্দ শোভাযাত্রায় চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম সাহান, মাফলুকাতুর রহমান সাজু, জহুরুল ইসলাম, আবু মুছা, তপন কুমার বিশ্বাস, খলিলুর রহমান, শফিউল কবির, জাফর আলী, হাছিনা খাতুন, কাজল রেখা ও মিতা খাতুনসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। আনন্দ শোভাযাত্রায় জেলা প্রশাসন, জেলা জজশীপ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি চুয়াডাঙ্গা, পুলিশ প্রশাসন, বাংলাদেশ সুপারক্রপ গবেষণা ইনস্টিটিউট, চুয়াডাঙ্গা পৌরসভা, জাতীয় শ্রমিক লীগ, চুয়াডাঙ্গা প্রধান ডাকঘরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বাংলাদেশ স্কাউটস চুয়াডাঙ্গা জেলা রোভার, শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদ, জেলা আনসার ও প্রতিরক্ষা বাহিনী, চুয়াডাঙ্গা জিমনেসিয়াম, জেলা মার্কেটিং অফিস, কৃষি বিপণন অধিদফতর, তুলা উন্নয়ন বোর্ড, মৎস্য অধিদফতর, জেলা মহিলা আওয়ামী লীগ, বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখা, জেলা সঞ্চয় অফিস/ব্যুরো চুয়াডাঙ্গা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা ইউনিটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যানারে ও প্রতিষ্ঠানের ব্যানারে অংশগ্রহণ করেন।
ডিঙ্গেদহ প্রতিনিধি জানিয়েছেন, ডিঙ্গেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠ, ডিঙ্গেদহ দাখিলি মাদরাসার বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় ডিঙ্গেদহ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিজ নিজ বিদ্যালয়ে এসে শেষ হয়। এ সকল শোভাযাত্রায় ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও বিদ্যালয়ের ছাত্র ছাত্রীবৃন্দ।
সরোজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জুয়েল রানা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকবর আলী, পরিচালনা কমিটির সদস্য আশিকুর রহমান, আব্দুল মান্নান, শিউলি আক্তার, জিল্লুর রহমান। তেতুল শেখ কলেজের উদ্যোগে আলোচনাসভা ও আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন কলেজের প্রতিষ্ঠাতা হাজি আব্দুল্লা শেখ, পরিচালনা কমিটির সদস্য জালাল উদ্দিন মহর, ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম কিবরিয়াসহ পরিচালনা কমিটির সদস্য শিক্ষক-কর্মচারিবৃন্দ। এছাড়া ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে শোভাযাত্রা শেষে আলোচনার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজি আব্দুল্লা শেখসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারিবৃন্দ।
বদরগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে আনন্দ র্যালি বের করা হয়। র্যালিতে অংশগ্রহণ করেন বিদ্যালয়ের সভাপতি আব্দুল মোতালেব ও প্রধান শিক্ষক আলাউদ্দীন আহমেদ। বদরগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে র্যালিতে কলেজের অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম, সহকারি অধ্যাপক মো. গোলাম হোসেন, প্রভাষক আলী আজম প্রমুখ। বদরগঞ্জ বাকিবিল্লাহ কামিল মাদরাসার উদ্যোগে র্যালি বের করা হয়।
বেগমপুর প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গা সদর হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে আনন্দ শোভাযাত্রা উপলক্ষে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইফুল আজম মিন্টু, প্রধান শিক্ষক আনোয়ার হোসেন স্বপন, সদস্য শাহীন আহম্মেদ, মিল্টন, হিজলগাড়ী ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই আমিরুল ইসলামসহ শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।
আলমডাঙ্গা ব্যূরো জানিয়েছে, আলমডাঙ্গা উপজেলা পরিষদের আয়োজনে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ব¡র থেকে আনন্দ শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ব¡রে অবস্থিত এরশাদমঞ্চে ফিরে আসে। পরে এরশাদমঞ্চে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুণ, মহিলা ভাইস চেয়ারম্যান শামিম আরা, উপজেলা কৃষি অফিসার একেএম হাসিবুল হাসান, অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খাঁন, মুক্তিযোদ্ধা সংগঠক ডা. শাহাবুদ্দিন সাবু, আলমডাঙ্গা প্রেসক্লাব সভাপতি শাহ আলম মন্টু, বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মহিদ। উপজেলা সমাজসেবা অফিসার আবু তালেবের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা কলেজের অধ্যক্ষ আবু হাসান বাচ্চু, এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক মতিয়ার রহমান, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিসুজ্জামান, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দীকুর রহমান, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারেছ উদ্দিন প্রমুখ। সভাশেষে আলমডাঙ্গা কলাকেন্দ্রের শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কলাকেন্দ্রের সভাপতি ইকবাল হোসেন।
জামজামি প্রতিনিধি জানিয়েছেন, জামজামিতে প্রতীভা একাডেমির হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন অধ্যক্ষ ইকরামুল হক। প্রধান অতিথি ছিলেন জামজামি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেএ মান্নান। শিক্ষক সোহেল রানার উপস্থাপনায় বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষক মেহেরুল হাসান, লুকমান হোসেন, সাবিনা আক্তার, লতা খাতুন, শিরিন নাহার, মাসুম মিয়া, সুমাইয়া খাতুন প্রমুখ। আলোচনাসভা শেষে প্রতীভা একাডেমি ও জামজামি মাধ্যমিক বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজ পৃথকভাবে আনন্দ শোভাযাত্রা বের করে।
আসমানখালী প্রতিনিধি জানিয়েছেন, আসমানখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য রকিবুল হাসান। উপস্থিত ছিলেন আলী রেজার শিলু, হাফিজুর রহমান প্রমুখ। অপরদিকে, নান্দবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজান বুলবুল। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এমদাদুল হক মুন্সী। উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক হুমায়ন কবীর টুলু, শামিম রেজা, মোক্তার হোসেন, শ্রী তপন কুমার সাহা প্রমুখ।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় আনন্দ শোভাযাত্রা, রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরের মুক্তমঞ্চে শেষ হয়। দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, দামুড়হুদা মডেল থানার ওসি আকরাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের প্রিন্সিপাল কামাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, আজিজুল হক আজিজ, খলিলুর রহমান ভুট্টু, মোহাম্মদ আলী শাহ মিন্টু, শরীফুল আলম মিল্টন, শাহ মোহা. এনামুল করীম ইনু, শফিকুল ইসলাম, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ, দামুড়হুদা পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজ, দামুড়হুদা পাইলট হাইস্কুল, ইসলামিক ফাউন্ডেশন, দামুড়হুদা মডেল প্রাথমিক বিদ্যালয়, কানন বিদ্যাপীঠ, হাউলী প্রাথমিক বিদ্যালয়, দশমী বালক প্রাথমিক বিদ্যালয়, দেউলী প্রাথমিক বিদ্যালয়, নাপিতখালী প্রাথমিক বিদ্যালয়, দশমী বালিকা প্রাথমিক বিদ্যালয়, দামুড়হুদা ডিএস দাখিল মাদরাসা, ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়সহ উপজেলার সকল দফতরের প্রধান ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ আনন্দ শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রা শেষে উপজেলা অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপর রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। শেষে প্রামাণ্য চলচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন নাজির হামিদুল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের সিএ জহিরুল ইসলাম, সার্টিফিকেট সহকারী জিহান আলী ও উপজেলা আইসিটি টেকনিশিয়ান খাইরুল কবির দিনার।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর উপজেলা পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এ উপলক্ষে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণটি ভিডিওচিত্রের মাধ্যমে সকলের জন্য প্রদর্শন করা হয়। গতকাল শনিবার জীবননগর উপজেলা পরিষদের ক্যাম্পাস হতে বর্ণাঢ্য এ শোভাযাত্রাটি বের করা হয়। আনন্দ শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ক্যাম্পাসের বটতলায় এ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। ইউএনও সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উপজলা ভাইস চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, দত্তনগর কৃষি ফার্মের যুগ্ন-পরিচালক আব্দুস সামাদ, থানা অফিসার ইনচার্জ এনামুল হক, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জত হোসেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নিজামউদ্দিন ও সামসুল আলম ছাত্তার প্রমূখ। বক্তাগণ বঙ্গবন্ধুর ৭ মার্চের এ ভাষণকে বিশ্বপ্রমাণ্য ঐতিহ্যের দলিল স্বীকৃতি দেয়ায় ইউনেস্কোকে ধন্যবাদ জানান। আনন্দ শোভাযাত্রায় সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সূধী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা বর্ণিল সাজে সজ্জিত হয়ে অংশগ্রহণ করেন।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আনন্দর্যালি, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে গতকাল শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসন চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক পরিমল কুমার সিংহ, জেলা জজ মোহা. গাজী রহমান, পুলিশ সুপার আনিছুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদ, ভাষা সৈনিক ইসমাইল হোসেন, জেলা আওয়ামী লীগের পক্ষে সিনিয়র সহ-সভাপতি আব্দুল হালিম, জেলা মহিলা আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক লাভলী ইয়াসমিন, জেলা যুবলীগের পক্ষে যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, জেলা ছাত্রলীগের পক্ষে সভাপতি বারিকুল ইসলাম লিজন ও সাধারণ সম্পাদক জুয়েল রানা, সিভিল সার্জন অফিসের পক্ষে সিভিল সার্জন ডা. জিকেএম সামসুজ্জামান, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আজিমুদ্দিন সরদার, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোক্তার হোসেন দেওয়ান, মেহেরপুর সরকারি কলেজের পক্ষে অধ্যক্ষ প্রফেসর মো. শফিউল ইসলাম সর্দ্দার, সরকারি মহিলা কলেজের পক্ষে অধ্যক্ষ একেএম সোলাইমান আলী, পৌর ডিগ্রি কলেজের পক্ষে অধ্যক্ষ এনামুল আজিম, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের পক্ষে অধ্যক্ষ মহা. আখতারুজ্জামান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মালেক, মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের পক্ষে প্রধান শিক্ষক অজিত রায়, মেহেরপুর সরকারি বালিকা বিদ্যালয়ের পক্ষে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজি আনিসুজ্জামান, কবি নজরুল শিক্ষা মঞ্জিলের পক্ষে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, মেহেরপুর প্রেসক্লাবের পক্ষে সভাপতি আল আমিন হোসেন ও সাধারণ সম্পাদক রফিকুল আলম, জেলা শিল্প ও বণিক সমিতির পক্ষে সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল, জাতীয় সাহিত্য পরিষদ মেহেরপুর জেলা শাখার পক্ষে সভাপতি নূরুল আহমেদ, জেলা শিল্পকলার পক্ষে সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ, সেভ দি চিলড্রেনের পক্ষে সিনিয়র ম্যানেজার ফারুক হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেনের নেতৃত্বে একটি আনন্দর্যালি জেলা প্রশাসন চত্বর থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে গিয়ে শেষ হয়। র্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ জয়নাল আবেদীন, জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য্য, স্থানীয় সরকারের উপ-পরিচালক খাইরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ রফিকুল ইসলাম, সদর থানার ওসি রবিউল আলম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ্ব আসকার আলী, সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কে.এম আতাউল হাকিম লাল মিয়া, সদস্য অ্যাড. আব্দুস সালাম, শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আক্কাস আলী, মহিলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. মিনা পাল, পৌরসভার সচিব তৌফিকুল আলম, পৌর কাউন্সিলরবৃন্দসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
পরে সেখানে জেলা প্রশাসক পরিমল কুমার সিংহের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আরণীর সভাপতি নিশান সাবেরের উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন, পুলিশ সুপার আনিছুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন প্রমুখ। আলোচনাসভা শেষে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। এদিকে দিনটি উদযাপন উপলক্ষে মেহেরপুর পৌরসভার পক্ষ থেকে পৌরসভার প্রচারযন্ত্রে দিনভর বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রচার, তৈরি নৌকা ও জাতীয় পতাকা হাতে মিছিল করাসহ নানা ধরণের কর্মসূচি গ্রহণ করা হয়।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্ব¡র শহীদ মিনারে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। পরে একটি আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষের অংশগ্রহণে র্যালিটি এক অন্যরকম মাত্রা পায়। বাদ্যযন্ত্র বাজিয়ে শোভাযাত্রায় অংশ নেয় ছাত্রছাত্রীবৃন্দ। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা এমপি সেলিনা আখাতার বানু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, গাংনী থানার ওসি আনোয়ার হোসেন ও গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, গাংনী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। উপজেলা যুবলীগ সম্পাদক শফি কামাল পলাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আমিরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম, জেলা আ.লীগের মহিলা বিষয়ক সম্পাদক নুরজাহান বেগম, উপজেলা যুবলীগ সভাপতি মোশারফ হোসেনসহ নেতৃবৃন্দ। দ্বিতীয় পর্বে সন্ধ্যায় মুক্তিযুদ্ধভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীবৃন্দ।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মুজিবনগরে আনন্দ উৎসব করেছে উপজেলা প্রশাসন। এ উপলক্ষে গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলা চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা নিয়ে মুজিবনগর বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার। এ সময় মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, মুজিবনগর থানা এসআই আব্দুল গনি, জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক ও বাগায়োন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জলিল, মোনাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান, দারিয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুল বারী বকুল, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাঁদু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মতিউর রহমান মতিনসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা কর্মকর্ত-কর্মচারী, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠন, এনজিও ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। শেষে মুজিবনগর স্মৃতিসৌধ চত্বরে শেখ হাসিনা মঞ্চে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান। জেলা প্রশাসনের আয়োজনে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে উজির আলী স্কুলমাঠে এসে শেষ হয়। পরে উজির আলী স্কুলমাঠে আলোচনাসভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জাকির হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু প্রমুখ।
কালীগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, কালীগঞ্জে আনন্দ শোভাযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নানের নেতৃত্বে এ আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। শহরের কোটচাঁদপুর সড়কের দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি মেইন বাসস্ট্যান্ডে পৌঁছুলে পুলিশি বাধায় পন্ড হয়ে যায়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে আব্দুল মান্নান বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শে গড়া সৈনিক। আমি আওয়ামী লীগের সভাপতি। আমার র্যালিতে কেনো বাধা দেয়া হলো উত্তর আমি প্রশাসনের কাছে চাই।
তিনি আরও বলেন, কেন্দ্র ঘোষিত আজকের আনন্দর্যালিতে পুলিশি বাধা গণতন্ত্রের জন্য চরম বাধা। পরে কোটচাঁদপুর সড়কের দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা এসে সমাবেশ করেন। এ সময় বিক্ষুদ্ধ নেতাকর্মীরা আধাঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শণ করেন। ফলে সড়কটির দু’পাশের শত শত যান আটকে যায়।
কোটচাঁদপুর প্রতিনিধি জানিয়েছেন, কোটচাঁদপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বাদ্যযন্ত্র সহকারে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। আনন্দ শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাং¯ৃ‹তিক অনুষ্ঠান ও প্রজেক্টরের মাধ্যমে বঙ্গবন্ধুর ৭মার্চের ভাষণ প্রদর্শন করা হয়। এরপর চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে নবী নেওয়াজ এমপি পুরস্কার তুলে দেন।
মহেশপুর প্রতিনিধি জানিয়েছেন, মহেশপুর উপজেলা প্রশানের উদ্যোগে আনন্দ উৎসব এবং শোভাযাত্রা বের করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার কামরুল ইসলামের নেতৃত্বে মহেশপুর মুক্তিযোদ্ধা সংসদ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে আলোচনাসভার আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. নবী নেওয়াজ। উপস্থিত ছিলেন মহেশপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর ওয়াহেদুল ইসলাম, মহেশপুর পৌর মেয়র আব্দুর রশিদ খান, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, মহেশপুর থানার অফিসার ইনচার্জ আহম্মেদ কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাসির উদ্দিন, কৃষি অফিসার আবু তালহা, উপজেলা প্রকৌশলী সেলিম চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম, পিআইও মেহেরুননেছা, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান প্রমুখ।