বণ্ডবিল মাঠের সম্পত্তি খোসকবলায়প্রাপ্ত দাবি করে সংবাদ সম্মেলন করলেন গোবিন্দপুরের দাউদ মোল্লা

আলমডাঙ্গা ব্যুরো: বণ্ডবিল মাঠের সম্পত্তি খোসকবলায়প্রাপ্ত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন আলমডাঙ্গার গোবিন্দপুর গ্রামের দাউদ মোল্লা। বণ্ডবিল গ্রামের জিন্নাত আলী ওই সম্পত্তি তার কাছ থেকে লিজ নিয়ে এখন সরকারি সম্পত্তি দাবি করে ঘরবাড়ি নির্মাণের মাধ্যমে আত্মসাৎ করার চেষ্টা করছেন উল্লেখ করে এ সংবাদ সম্মেলন করেছেন তিনি।
সাংবাদিক সম্মেলনে দাউদ মোল্লা লিখিত বক্তব্যে উল্লেখ করেন, ১৯৮৬ সালে তিনি আলমডাঙ্গার বণ্ডবিল মৌজার বেশ কয়েক বিঘা জমি গোবিন্দপুর গ্রামের মৃত ইবাদ আলী মোল্লার ছেলে হাজী রমজান মোল্লার কাছ থেকে খোসকবলায় কিনে নেন। তার নিকট থেকে ওই সম্পত্তি বণ্ডবিল গ্রামের জোবাদ আলীর ছেলে জিন্নাত আলী লিজ নিয়ে আবাদ করতেন। এ লিজের কাগজপত্রসহ প্রমাণাদি তার কাছে রয়েছে। সরলতার সুযোগে জিন্নাত আলী সম্পত্তির কিছু অংশ বণ্ডবিল গ্রামের আরও কয়েকজনের নিকট থেকে টাকা নিয়ে অবৈধভাবে সাব লিজ দিয়েছেন। এ প্রতারণার বিষয়ে বেশ কয়েকবার সতর্ক করার পরও কোনো কর্ণপাত না করে গত কয়েকদিন আগে ওই সম্পত্তিতে থাকা অবৈধ দখলদাররা জোরপূর্বক ঘর নির্মাণ করার চেষ্টা করে। তিনি ঘর নির্মাণ না করার জন্য তাদের অনুরোধ করে ১৫ দিনের মধ্যে অবৈধ দখলমুক্ত করতে বলেন। এ সংবাদ সম্মেলনের মাধ্যমে অবৈধ দখলমুক্তের দাবি জানিয়েছেন তিনি। অন্যথায় আইনানুগ ব্যবস্থ গ্রহণ করতে বাধ্য হবেন বলে জানিয়েছেন।
ছবি: লিখিত বক্তব্য পাঠ করছে দাউদ মোল্লা।