প্রত্যেক সন্তানই পিতা মাতার কাছে শ্রেষ্ঠ সম্পদ

কার্পাসডাঙ্গায় জেলা লেখক সংঘ আয়োজিত প্রতিযোগিতা অনুষ্ঠানে বক্তারা

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অঙ্কন, আবৃত্তি, হস্ত লিখন ও সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগীদের নিয়ে লেখক সংঘ এ আয়োজন করে। দর্শনা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক জেলা লেখক সংঘের উপদেষ্টা আব্দুল গফুরের সভাপতিত্বে দামুড়হুদা উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগী ও তাদের বাবা-মা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনাসভায় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের লেখক সংঘের সাধারণ সম্পাদক কবি ময়নুল হাসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী বিশ্বাস। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পৃথিবীর সকল বাবা-মা তার সন্তানদের কাছে যেমন শ্রেষ্ঠ বাবা-মা, তেমনি সন্তানরাও বাবা-মার কাছে শ্রেষ্ঠ সম্পদ। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ছিলেন জেলা লেখক সংঘের সভাপতি ও দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির সিনিয়র মেডিকেল ডিজিএম ডা. শাহীনূর হায়দার। প্রধান আলোচক তার বক্তব্যে বলেন আজকের এ শিশু কিশোরদের মধ্যে থেকে বেরিয়ে আসবে আগামী দিনের একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর মতো পৃথিবীর শ্রেষ্ঠ একজন বক্তা। আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, জেলা লেখক সংঘের যুগ্মসম্পাদক ও উপজেলা সাহিত্য পরিষদের সম্পাদক আব্দুল আলীম, কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সম্পাদক সাইফুল ইসলাম, জেলা লেখক সংঘের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহনা হাসান প্রেমা। জেলা লেখক সংঘের সহ-সভাপতি ও অনুষ্ঠানের সমন্বয়ক শিক্ষক আকলিমা খাতুন, নজরুল স্মৃতি সংসদের যুগ্মসম্পাদক কামরুজ্জামান রানা ও শিক্ষক মাও. আব্দুর রশিদ। আলোচনাসভা শেষে প্রতিযোগীদের প্রতিযোগিতার আয়োজন করা হয়। ৫ শতাধিক প্রতিযোগী নিয়ে ১০টি ইভেন্টে সর্বমোট ৩০ জন প্রতিযোগী নির্বাচিত হয়ে জেলা ভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে। প্রতিযোগীদের বিচারকের দায়িত্বে ছিলেন অধ্যক্ষ শাহজাহান বিশ্বাস ও মোহনা হাসান প্রেমা। অনুষ্ঠানটি পরিচালনা করেন কামরুজ্জামান রানা বিশ্বাস।