আলমডাঙ্গায় পাহারাদারকে কুপিয়ে জখম করে দোকানে দুঃসাহসিক চুরি

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় পাহারাদারকে কুপিয়ে রক্তাক্ত জখম করে অভিনব কৌশলে দোকানে দুঃসাহসিক চুরি হয়েছে। দোকানের সিসিটিভি ক্যামেরা, নগদ টাকা ও লক্ষাধিক টাকার ফ্লেক্সি কার্ড নিয়ে গেছে চোর।
জানা গেছে, আলমডাঙ্গা শহরের শাদাব্রিজ এলাকায় নৈশপ্রহরী হিসেবে দায়িত্ব পালন করেন আসাননগর গ্রামের মৃত জেহের আলীর ছেলে কালাচাঁদ আলী (৪৮)। অন্যান্য দিনের মতো গতকাল মঙ্গলবার গভীর রাতে দায়িত্ব পালনরত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি পেছন দিক থেকে মাথায় ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। ওই অবস্থায় তিনি কোনোমতে বাড়িতে গিয়ে উপস্থিত হন। বাড়ি থেকে ওই অঞ্চলের ব্যবসায়ীদের মোবাইলফোন করে ঘটনাটি জানানো হলে অনেকেই ছুটে গিয়ে পাহারাদারকে উদ্ধার করে চিকিৎসার জন্য হারদী হাসপাতালে নিয়ে যায়। এরই মাঝে রাত ৩টার দিকে শাদাব্রিজের মুখে যে দোকানের সামনে থেকে পাহারাদারকে কুপিয়ে জখম করে সেই নাফিসা জেনারেল স্টোরের চালের টিন কেটে এক চোর ভেতরে ঢোকে। ওই দোকানে ৩টি সিসিটিভি ক্যামেরা ছিলো। প্রথমে দুটি ক্যামেরা চোর খুলে ফেলে। কিন্তু পেছনের ক্যামেরা খোলেনি। সেই ক্যামেরার ভিডিও ফুটেজ থেকে জানা যায়, দামি প্যান্ট ও বেল্ট পরিহিত এক যুবক টিন কেটে প্রথমে দোকানের ভেতরে একটু ঢুকে পরক্ষণেই বের হয়ে গায়ের গেঞ্জি খুলে মুখ বেঁধে আবারও ভেতরে প্রবেশ করে। যুবকটি দোকান থেকে দ্রব্য না নিয়ে শুধুমাত্র নাগদ টাকা ও মোবাইলফোনের ফ্লেক্সিকার্ড নিয়ে চলে যায়। দোকান মালিক আশরাফুল ইসলাম পিন্টু জানায়, দোকান থেকে নগদ টাকা ও ফ্লেক্সিলোডের রিচার্জ কার্ড নিয়ে গেছে।
তবে অনেকেই এ চুরির ঘটনাকে রহস্যজনক মন্তব্য করেছেন। তাদের যুক্তি যে দোকানের সামনে পাহারাদারকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়, মাত্র ১ ঘন্টা পর সেই দোকানে চুরি হওয়ার ঘটনা অস্বাভাবিক। এছাড়া দামি প্যান্ট ও বেল্ট পরিহিত যুবক যদি পেশাদার চোর হতো, তাহলে মালামালে ঠাসা দোকান থেকে অন্তত কিছু না কিছু মালামাল হাতিয়ে নেয়ার লোভ সামলাতে পারতো না। এ রিপোর্ট লেখা অবধি এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়নি।

Leave a comment