ভ্রাম্যমাণ আদালতে মহিলাসহ ২ গাঁজা বিক্রেতার কারাদন্ড প্রদান

দামুড়হুদায় গাঁজা বিক্রেতার বাড়িতে যৌথ বাহিনীর হানা : গাঁজাসহ দুজনকে গ্রেফতার

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় গাঁজা বিক্রেতার বাড়িতে মাদক বিরোধী অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার গোপালপুর গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় ওই গ্রামের গাঁজা বিক্রেতা লিটনের স্ত্রী দুলি খাতুন (৪৩) এবং একই উপজেলার দলকা লক্ষীপুর গ্রামের ওমর আলীর ছেলে ওসমান আলীকে (৩২) ৩’শ গ্রাম গাঁজাসহ আটক করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান ঘটনাস্থলেই ওই দুজনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুলি খাতুনকে ৮ মাসের এবং ওসমান আলীকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের নাজির হামিদুল ইসলাম, সার্টিফিকেট সহকারী জিহান আলী ও উপজেলা আইসিটি টেকনিশিয়ান খাইরুল কবির দিনার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক আবুল কালাম আজাদসহ জেলা পুলিশের সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
দামুড়হুদা মডেল থানার ওসি আকরাম হোসেন বলেছেন, কারাদ-প্রাপ্তদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও থানা পুলিশ কর্তৃক যৌথভাবে মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে। যতদিন না শুন্যের কোঠায় আসে ততদিন অভিযান অব্যাহত রাখা হবে। মাদকসেবীই হোক আর ব্যবসায়ীই হোক কাউকেই ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।