আমাকে সমর্থন দিন বিনিময়ে উন্নয়ন, সুখ-সমৃদ্ধি ও নিরাপত্তা দেবো

জীবননগরের রায়পুরের আওয়ামী লীগের জনসভায় কেন্দ্রীয় যুবলীগ নেতা হাশেম রেজা

স্টাফ রিপোর্টার: জীবননগর উপজেলার রায়পুর বাজারে আওয়ামী লীগের আয়োজনে জনসভায় অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক হাশেম রেজা। এ সময় তিনি বলেন, আমাকে সমর্থন দিন বিনিময়ে আমি এ এলাকার সার্বিক উন্নয়ন করবো। বেকার যুবক-যুবতীদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণসহ চাকুরি ও ব্যবসার সুযোগ তৈরি এবং কল্যাণকর বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে এলাকাবাসীর সুখ-সমৃদ্ধি ও নিরাপত্তা দেবো। জাতীর জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আদলে আপনাদেরকে সাথে নিয়ে চুয়াডাঙ্গা-২ আসনকে একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। এখানে নতুন নতুন স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, আধুনিক হাসপাতাল, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, স্থলবন্দর, কল-কারখানা, শিল্প প্রতিষ্ঠান, ব্যবসা কেন্দ্র ও কৃষকের উৎপাদিত ফষলের পাইকারি মোকাম প্রতিষ্ঠা করা হবে। গতকাল রোববার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা শ্রী স্বপন কুমার চক্রবর্ত্তী। সাংবাদিক আজাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্ঠ ব্যবসায়ী আওয়ামীলীগ নেতা শাহবুদ্দীন, মোহম্মদ আলী, ইসমাইল হোসেন, কবির হোসেন, যুবলীগ নেতা রফিকুল, জাফর, মুছাদ্দেক হোসেন, ছাত্রলীগ নেতা সাগর, ওয়াইফুল, শামীম প্রমুখ। এছাড়াও তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলা, জীবননগর উপজেলার বিভিন্ন হাট-বাজার ও গ্রামে এবং সর্বশেষ দর্শনা এলাকায় গণসংযোগ করেন। দর্শনা পৌর এলাকার রামনগর জান্নাতুল মাওয়া কবরস্থানের উন্নয়নে কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি কাউন্সিলর রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক এমএ ফয়সালের কাছে অনুদানের ২০ হাজার টাকা নগদ অর্থ প্রদান করেন হাশেম রেজা।