শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের আন্তরিক হতে হবে

দর্শনা শ্যামপুর স্কুলে বিদায়ী অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম

দর্শনা অফিস: শিক্ষার্থীদের মধ্যে বিদ্যালয় পোশাক বিতরণ করে বেশ সুনাম কুড়িয়েছে দর্শনা শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদ। এবার শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহী করতে বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষার মান উন্নয়নে শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যকালে চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম বলেন, বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। সু-শিক্ষার আলোকে আজকের প্রজন্মকে গড়ে তুলতে যা যা প্রয়োজন সরকার করেছে সবকিছুর ব্যবস্থা। শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন অবশ্যই প্রশংসার যোগ্যতা রাখে। তাই শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের আন্তরিক হতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ বলেছেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। তাই এদের সৃজনশীল ও সু-নাগরকি হিসেবে গড়ে তুলতে না পারলে জাতি কখনোই উন্নয়নের স্বর্ণ শিখরে পৌঁছাতে পারবেনা। সেক্ষেত্রে আজকের শিশুদের মননে সু-শিক্ষার বীজ বপন করতে হবে। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল হান্নান ছোটর সভাপতিত্বে সভায় আলোচনা করেন, সাবেক সভাপতি মাহবুবুল ইসলাম খোকন, প্রধান শিক্ষক আবু সাঈদ, বর্তমান পরিষদের সহ-সভাপতি তরিকুল ইসলাম, সদস্য নাজিম উদ্দিন, সিরাতুননেছা, শিক্ষকদের মধ্যে ছিলেন, পারভিন খাতুন, শাহিনুর বেগম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মওলা বিশ্বাস, বিল্লাল হোসেন, ফারুক হোসেন, আশরাফ আলম বাবু, রফিকুল সরদার প্রমুখ। উপস্থাপনা করেন সহকারী শিক্ষক শাপলা খাতুন। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষকদের উদ্দ্যোগে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।