কোটচাঁদপুরে প্রশাসনের পরিচয়ে মাদরাসা ছাত্র অপহরণ

কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুর উপজেলার হরিন্দিয়া গ্রামের মাসুদ বিল্লাহ নামের এক মাদরাসা ছাত্রকে প্রশাসনের পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মাসুদ বিল্লাহকে গত বুধবার রাতে তার বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়।
নিখোঁজ মাসুম বিল্লাহ্র চাচা আবুল কালাম জানান, হরিন্দিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে এবং হরিন্দিয়া হাজি আলতাফ হোসেন আলিম মাদরাসার আলেম প্রথম বর্ষের ছাত্র মাসুম বিল্লাহ্ রাতে বাসায় ঘুমিয়ে ছিলো। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে একটি সাদা মাইক্রো বাড়ির সামনে এসে থামে। মাইক্রো থেকে সাদা পোষাকে ৮-১০জন যুবক নেমে নিজেদের প্রশাসনের লোক পরিচয় দিয়ে মাসুম বিল্লাহ্র খোঁজ করতে থাকে। মাসুম বিল্লাহ্ ঘর থেকে বেরিয়ে এলে তাকে মাইত্রেুাতে তুলে নিয়ে চলে যায়। যাওয়ার সময় বলে যায় জিজ্ঞাসাবাদ শেষে দু’এক দিন পর তাকে ফিরিয়ে দেয়া হবে। আবুল কালাম জানান, বৃহস্পতিবার সকালে কোটচাঁদপুর থানা পুলিশসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও কেউ তার কোনো সন্ধান দিতে পারেনি। কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, এ ঘটনার আগে বা পরে পুলিশকে কেউ এখন পর্যন্ত জানায়নি।