বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটে ৭টি পদে ১৫ জন প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের ত্রি-বার্ষিক (২০১৮-২০২০) নির্বাচনে ৭টি পদে ১৫জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছে। গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র উত্তোলনের শেষদিনে এ মনোনয়নপত্র উত্তোলন করা হয়। আগামী ৭ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রার্থীরা হলেন, সহ-সভাপতি ১টি পদে অ্যাড. সেলিম উদ্দিন খান ও মাহাবুল ইসলাম সেলিম, ১টি সাধারণ সম্পাদক পদে হুমায়ন কবীর মালিক, ফজলুর রহমান ও এসএম সাহাবুদ্দীন বাবু, ৫টি কার্যকরি সদস্য আবুল কালাম আজাদ, লিটু বিশ্বাস, হাবিবুল্লাহ ছটি, নুরুন্নাহার কাকলি, অ্যাড. আকসিজুল ইসলাম রতন, রফিকুল ইসলাম, তছলিম উদ্দিন, অ্যাড. মোল্লা আব্দুর রশিদ, হাবিল হোসেন জোয়ার্দ্দার ও শহীদুল ইসলাম সাহান। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাড. মনিরুজ্জামান। নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করা হবে ২১ নভেম্বর, প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৬ নভেম্বর ও মনোনয়ন প্রত্যাহারের শেষদিন ২৭ নভেম্বর।