চুয়াডাঙ্গায় আইডিইবির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আইডিইবির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বুধবার বেলা ১০টায় স্থানীয় ডাকবাংলোর সামনে থেকে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র উদ্যোগে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর প্রদিক্ষণ করে কোর্টসংলগ্ন পুরাতন জেলখানা চত্বরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) আব্দুর রাজ্জাক। এ সময় সিনিয়র সহকারি পুলিশ সুপার এএসপি (দামুড়হুদা সার্কেল) মো. কলিমুল্লাহ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সভাপত্বি করেন আইডিইবি’র জেলা শাখার সভাপতি প্রকৌশলী ইফতেখার উদ্দিন জোয়ার্দ্দার তরুন। সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক কাজী রফিকুল হক, ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের চীফ ইন্সট্রাক্টর আব্দুল আজিজ, ওজোপাডিকো লিমিটেডের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুর রহমান, সাবেক সভাপতি ইবরুল হাসান জোয়ার্দ্দার। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন টিএসরি চীফ ইন্সট্রাক্ট্রর রওশন আলী। অনুষ্ঠানে বিভিন্ন দফতরে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলী ও ডিপ্লোমা ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।