মেহেরপুরের মুজিবনগর সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারী তিনজন আটক

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর সোনাপুর সীমান্ত ১০৭/৬এস মেইন পিলারের কাছ থেকে তিনজনকে আটক করেছে বর্ডারগার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। ভিসা-পাসপোর্ট ছাড়াই ভারত থেকে অনুপ্রবেশের দায়ে তাদেরকে আটক করে থানায় সোপর্দ করেছে বিজিবি। শুক্রবার দিনগত গভীর রাতে তারা বাংলাদেশে প্রবেশ করছিলো। আটককৃতদের মধ্যে কুমিল্লা জেলার কাটাবিল গ্রামের নুর হোসেনের ছেলে হানিফ মিয়া (৩০), বাগেরহাট জেলার মদ্য বরিশাল গ্রামের শহিদুল আখন্দ (৩৫), নোয়াখালী জেলার মাইজদি (দরফ নগর) গ্রামের মোস্তফার ছেলে মোবারক হোসেন (৩০)। আটকৃতরা বাংলাদেশী হিসেবে দাবি করলেও তাদের প্রকৃত পরিচয় নিশ্চিত হতে পারেনি বিজিবি। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে বিজিবি তাদেরকে আটক করেছে। বিজিবি মুজিবনগর কোম্পানীর নাজিরাকোন ক্যাম্পের হাবিলদার মো. মঞ্জুর হোসেন বাদি হয়ে তাদের নামে মামলা দায়ের পুর্বক গতকাল শনিবার সন্ধ্যায় থানায় প্রেরণ করেন। ওই মামলার আসামি হিসেবে তিনজনকে আজ রোববার মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে। আটককৃতরা জানান, তারা বিভিন্ন সময়ে অবৈধপথে ভারতে প্রবেশের সময় বিএসএফ’র হাতে আটক হয়। ভারতে কয়েক মাস হাজতবাসের পর মুক্তি পেলে বিএসএফ তাদেরকে কাটাতারের বেড়াপার করে মুজিবনগর সীমান্তে পৌঁছে দেয়।