আলমডাঙ্গা শিশিরদাড়ির স্কুল ছাত্রী লিলি ও তার পরিবার হুমকির মুখে

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গা শিশিরদাড়ি গ্রামের স্কুল ছাত্রী লিলি ও তার পরিবারের জীবন কাটছে হুমকিতে। অনিশ্চয়তার মাঝে লিলির পড়ালেখা। দিন কাটছে মানসিক যন্ত্রনায়। প্রশাসনের সুদৃষ্টি কামনা। পারিবারিক ও থানা সুত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার আইলহাস ইউনিয়নের শিশিরদাড়ি মাঝেরপাড়ার ইয়াকুব আলী ম-লের মেয়ে খাসকররা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী এসএসসি পরীক্ষার্থী সুমাইয়া আক্তার লিলি (১৬)। গত ২৪ আগষ্ট পূর্বশত্রুতার জেরে প্রতিবেশী মৃত ওলি মহাম্মদের ছেলে ও আবুছদ্দীনের ঘর জামাই শরীফ তার স্ত্রী ঠেকারি বেগম ও শ্বাশুড়ী রুশিয়া বেগমের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়। এ ব্যাপারে লিলি বাদি হয়ে চুয়াডাঙ্গা আদালতে ৩ জনের নামে মামলা করে। প্রতিপক্ষরা এলাকার প্রভাবশালী হওয়ায় মামলা তুলে নিতে লিলি ও তার পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে। দিন দশেক আগে লিলি বাইরে বেরোলে তাকে একা পেয়ে ঠেকারির মামা আব্দুল খালেক বলেন, মামলা না তুললে তোমার ভাই জহুরুলকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেবো। পরবর্তীতে খালেকসহ ৪ জনের নামে আলমডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি করা হলে তারা লিলি ও তার পরিবারকে হুমকির মাত্রা বাড়িয়ে দেয়। খালেক এলাকার প্রভাবশালী হওয়ায় লিলি বর্তমানে বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছে। এদিকে সামনে তার এসএসসি পরীক্ষা। মানসিক যন্ত্রনায় লিলি ঠিকমতো পড়া-লেখা করতে পারছে না। অনিশ্চয়তার মাঝে লিলি ও তার পরিবার প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছে।