গাংনীর কাজিপুর সীমান্তে আটক বিএসএফ সদস্য ফেরত

গাংনী প্রতিনিধি: রোহিঙ্গা পুশব্যাকের ঘটনায় মেহেরপুর গাংনীর কাজিপুর সীমান্তে আটক বিএসএফ সদস্য লিটন সরকারকে ফেরত দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার দিনগত রাত চারটার দিকে কাজিপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাকে গ্রহণ করে বিএসএফ প্রতিনিধিরা।
স্থানীয় ও বিজিবিসূত্রে জানা গেছে, কাজিপুর আটকবরের ওপারে ভারতীয় বিএসএফ গান্ধিনা ক্যাম্প। ওই ক্যাম্পের জওয়ান হিসেবে কাজ দায়িত্বে ছিলেন লিটন সরকার। আটকের কিছু সময় পরেই পতাকা বৈঠকের প্রস্তাব দিয়ে বিজিবি কাজিপুর বিওপিতে অনুরোধপত্র দেয় বিএসএফ গান্ধিনা ক্যাম্প। গান্ধিনা গ্রামের ইউপি সদস্য আবু হোসেন পত্র নিয়ে এপারে আসেন। পরে রাত সোয়া একটার দিকে পতাকা বৈঠকের সময় নির্ধারণ করা হয়। নির্ধারিত সময় গড়িয়ে প্রায় দেড় ঘণ্টা পর পতাকা বৈঠক শুরু হয়। কাগজপত্রের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে সৌহার্দপূর্ণ পরিবেশে পতাকা বৈঠক শেষ হয় বলে বিজিবিসূত্রে জানা গেছে।
পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্বে ছিলেন কাজিপুর বিওপির নায়েক সুবেদার মনোহর আলী ও বিএসএফ নেতৃত্বে ছিলেন ৩৯ বিএসএফ ই কোম্পানি কমান্ডার এসি জিপি শর্মা।
এদিকে রোহিঙ্গা পুশব্যাক নিয়ে স্থানীয়দের মাঝে সংশয় কাটছে না। গেল কয়েকদিনের মতোই গতকাল শুক্রবার রাতেও সীমান্তে বসবাসকারী লোকজন সজাগ রয়েছেন। যেকোনোভাবে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে পাহারা করছেন স্থানীয়রা। স্থানীয় বিভিন্ন মাধ্যমে এ তথ্য জানা গেছে।
প্রসঙ্গত, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সজাগ এলাকাবাসী ও বিজিবি সদস্যদের প্রতিরোধের মুখে গত বৃহস্পতিবার কাজিপুর সীমান্তে রোহিঙ্গা প্রবেশ ব্যর্থ হয়। স্থানীয়রা রোহিঙ্গা অনুপ্রবেশ হচ্ছে ভেবে সীমান্তের দিকে এগিয়ে গিয়েছিলেন। এ সময় বাংলাদেশ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিএসএফ সদস্য লিটন সরকারকে স্থানীয়দের সহায়তায় আটক করে বিজিবি।