মহেশপুরে প্রশাসনের হস্তক্ষেপে কলেজ ছাত্রী বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেলো

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে প্রশাসনের হস্তক্ষেপে কলেজ ছাত্রী ও স্কুল ছাত্রী বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেলো। গত মঙ্গলবার ও বুধবার উপজেলা প্রশাসন বাল্যবিয়ে বন্ধ করে দেয়।
প্রাপ্ত সূত্রে জানা গেছে, মানবাধিকার সংগঠন আরডিসির হটলাইনে একটি সংবাদ আসে মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের বাশারের মেয়ে একাদশ শ্রেণির ছাত্রী আফরোজা খাতুন (১৬) এবং কাঞ্চনপুর গ্রামের সহিদুল ইসলামের ৬ষ্ঠ শ্রেণির মেয়ে ফিরোজা খাতুনকে বিয়ে দেয়া হচ্ছে। সংবাদটি জরুরী ভিত্তিতে মহেশপুর উপজেলা প্রশাসনকে জানালে তাৎক্ষণিকভাবে মেয়ের পিতা মাতা ও মেয়ের সাথে আলোচনা করে বিবাহ বন্ধ করা হয়। মেয়ের পিতা মাতা অঙ্গীকার করেন, মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত ওই মেয়েকে তারা আর বিয়ে দেবেন না। উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম জানান, তারা বাল্যবিয়ের ব্যাপারে কঠোর অবস্থানে আছেন। এ ধরণের সংবাদ পেলেই তারা জরুরী পদক্ষে নেবেন।