চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা-মেয়েসহ একই পরিবারের ৪ জন আহত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লাঠির আঘাতে মা-মেয়েসহ আহত হলো একই পরিবারের ৪ জন। আহতরা হলেন, চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ পিরোজখালি কাজিপাড়ার হাফিজুর রহমানের স্ত্রী শিউলি খাতুন (৩৫) তার ৩ মেয়ে স্মৃতি খাতুন (১৯), চুয়াডাঙ্গা সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী বিথি খাতুন (১৭) ও কুশোডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী ইতি (৭)। গতকাল সন্ধায় আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শিউলি খাতুন অভিযোগ করে বলেন, কদিন আগে বাড়ির গাছ থেকে দেবর আনিচ নারিকেল পেড়ে আমার ঘরে রেখে যায়। পরদিন ওই নারিকেল তার ননদ রাবেয়া নিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৬টার দিকে ওই নারিকেল চাইতে আসে আমার দেবরের স্ত্রী মাজেদা। আমি নারিকেলগুলো রাবেয়া নিয়েছে বলতেই মাজেদার সাথে শুরু হয় বাকবিতণ্ডা। এক পর্যায়ে আমার দেবর আনিচ তার স্ত্রী মাজেদা লাঠি দিয়ে বেধড়ক পেটাতে থাকে। আমার ৩ মেয়ে স্মৃতি, বিথি ও ইতি ঠেকাতে আসলে তাদেরকেও লাঠি দিয়ে মারধর করে আহত করা হয়। পরিবারের অন্যান্য সদস্যরা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।