চুয়াডাঙ্গার কুলচারায় ঘুমের প্রস্তুতিকালে বিপত্তি!

বাকশক্তি হারানো বৃদ্ধ লম্পের আগুনে দগ্ধ
স্টাফ রিপোর্টার: প্রায় ৫ বছর ধরে পরিবারের কাছে বোঝা হয়ে ওঠা দুলাল চন্দ্র দাস (৬৫) অবশেষে কেরোসিনে জ্বলা ল্যাম্পের আগুনে পুড়ে ঝলসে গেছেন। গতরাত আনুমানিক ৯টার দিকে চুয়াডাঙ্গা জেলা সদরের কুলচারা গ্রামের স্কুলপাড়াস্থ নিজবাড়িতে অগ্নিদগ্ধ হন তিনি। অসহনায় যন্ত্রণায় কাতর দুলাল চন্দ্র দাসকে অসাড় অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গার কুলচারার স্কুলপাড়ায় স্বর্গীয় নন্দলাল দাসের ছেলে দুলাল চন্দ্র দাস আনুমানিক ৫ বছর আগে উচ্চরক্তচাপ জনিত কারণে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। এতে তার শরীরের সিংহভাগ অচল হয়ে পড়ে। বাকশক্তিও হারান তিনি। স্বাভাবিক চলাফেরা করতে পারেন না, বলতে পারেন না কথাও। এ অবস্থায় অনিশ্চয়তার প্রহরগুণ ছিলেন তিনি। পরিবারের সদস্যরা এ তথ্য জানিয়ে বলেছেন, গতরাতে নিজবাড়িতে ঘুমোনোর প্রস্তুতি নেন। পাশেই জ্বল ছিলো কেরোসিনের বাতি ল্যাম্প। ওই ল্যাম্বের আগুন ধরে যায় দুলাল চন্দ্রের পরণের লুঙ্গিতে। আগুন ঝলসে যান তিনি। তাকে উদ্ধার করে রাতেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়েছে। কর্তব্যরত চিকিৎসক বলেছেন, অবস্থা গুরুতর।