মেহেরপুর বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার মর্যাদা রক্ষা কমিটির স্মারকলিপি প্রদান

মেহেরপুর অফিস: জাতীয় শিক্ষানীতি-২০১০ ও বিসিএস নিয়োগ বিধি ১৯৮১ এর নির্দেশনা অনুযায়ী কলেজ জাতীয়করণ আদেশের আগেই জাতীয়করণের প্রক্রিয়াধীন কলেজসমূহের শিক্ষকদের ক্যাডার বহির্ভূত রেখে তাদের নিয়োগ, পদায়ন ও পদোন্নতি সংক্রান্ত আলাদা বিধিমালা প্রণয়নের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবিতে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন বরাবর স্মারকলিপি প্রদান করেছেন মেহেরপুর বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার মর্যাদা রক্ষা কমিটি। গতকাল বুধবার রাতে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেনের বাসভবনে মেহেরপুর বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার মর্যাদা রক্ষা কমিটি স্মারকলিপি প্রদান করেছেন। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন স্মারকলিপি গ্রহণ করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার মর্যাদা রক্ষা কমিটি মেহেরপুর জেলা ইউনিটের সভাপতি ফুয়াদ খাঁন, সাধারণ সম্পাদক ড. আতিয়ার রহমান, বিসিএস সাধারণ শিক্ষা কমিটি মেহেরপুর জেলা ইউনিটের সভাপতি সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল আমিন, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক খেজমত আলি মালিথা, মেহেরপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ আসাফ-উদ-দৌলা, সহকারী অধ্যাপক হাসানুজ্জামান, মেহেরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মঈনুল ইসলাম প্রমুখ।