চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অধিকতর প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অধিকতর প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদ, সিভিল সার্জন ডা. খাইরুল আলম ও জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) উপপরিচালক আবু জাফর। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সুচন্দ্র মন্ডল ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ধারা ও শাস্তিসমূহ প্রেজেন্টেশনের মাধ্যমে সভায় উপস্থিত সকলকে অবহিত করেন। সেমিনারে জেলা মার্কেটিং কর্মকর্তা শহিদুল ইসলামসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে সকলকে জানতে হবে। এছাড়া আইন বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। বাজারে গিয়ে কোন ভোক্তা যেন না ঠকেন সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। এছাড়া আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সকলকে আহ্বান জানান বক্তারা।