মহেশপুরে ক্ষুদে শিশুদের নিয়ে প্রথমবারের মত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মহেশপুর প্রতিনিধি: গতকাল বুধবার সকালে মহেশপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃষি অফিসের ট্রেনিং রুমে প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিশুদের নিয়ে প্রথম বারের মত বাল্যবিবাহ ও শিক্ষা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাছলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবু তালহা, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম, শিক্ষক এটিএম খাইরুল আনাম, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবজালুর রহমান, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক বুলু প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সেলিম চৌধুরী, এটিও আসাদুজ্জামান। প্রতিযোগিতায় ২টি গ্রুপে ৪টি প্রাথমিক বিদ্যালয় অংশ গ্রহণ করে। প্রথম গ্রুপের প্রতিযোগিতায় বিতর্কের বিষয় ছিলো বাল্যবিবাহকে সামাজিক সচেতনতায় প্রতিরোধ করা সম্ভব। পক্ষে ছিলো বারুইপাড়া প্রাথমিক বিদ্যালয় এবং বিপক্ষে ছিলো মহেশপুর পৌর প্রাথমিক বিদ্যালয়। এ গ্রুপে বারুইপাড়া প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয় এবং তানজিন সুলতানা প্রধান বক্তা নির্বাচিত হয়। দ্বিতীয় গ্রুপের বিষয় ছিল সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, বাস্তবধর্মী শিক্ষাই আমাদেরকে উচ্চ শিক্ষায় নিয়ে যেতে পারবে। এর পক্ষে ছিলো জলিলপুর মডেল প্রাথমিক বিদ্যালয় বিপক্ষে ছিলো চিলড্রেন গ্রেস স্কুল। এ গ্রুপে জলিলপুর মডেল প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয় এবং শ্রাবন্তী ভট্টাচার্য প্রধান বক্তা নির্বাচিত হয়। উল্লেখ্য উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম এ উপজেলায় যোগদানের পর থেকে শিক্ষাকে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দিয়ে আসছেন। তার পরিপ্রেক্ষিতে গত মাসে মাধ্যমিক স্কুল পর্যায়ে ইংলিশ ডিবেটিং প্রতিযোগিতা শুরু করেন। এ উপজেলায় এ ধরণের প্রতিযোগিতা এটাই প্রথম।