বিনামূল্যে ১০দিনব্যাপি চিকিৎসা কার্যক্রম শুরু

চুয়াডাঙ্গায় প্রতিরোধযোগ্য মুগুর পা প্রতিবন্ধিতা দূরীকরণে

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় প্রতিরোধযোগ্য মুগুর পা প্রতিবন্ধিতা দূরীকরণের লক্ষ্যে বিনামূল্যে চিকিৎসা ও থাকা-খাওয়া কার্যক্রম শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার কেদারগঞ্জ ইম্প্যাক্ট ফাউন্ডেশনে দিনব্যাপি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থায় এ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত। গতকাল সন্ধ্যা পর্যন্ত ৫৬ জন রোগীকে চিকিৎসা দিয়ে ৪০ জনকে অপারেশন করার জন্য বাছাই করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৯৩ সাল থেকে বেসরকারি স্বেচ্ছাসেবি সংস্থা ইম্প্যাক্ট ফাউন্ডেশন কাজ করে আসছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও ব্যুারো কর্তৃক অনুমোদিত। প্রতিরোধযোগ্য মুগুর পা প্রতিবন্ধিতা দূরীকরণে বেলজিয়াম ও রুমানিয়ার এক নারীসহ ৪ জন বিদেশি চিকিৎসক ইম্প্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কম্যুনিটি হেলথ সেন্টারে চিকিৎসা সেবা দিচ্ছেন। ইম্প্যাক্ট চুয়াডাঙ্গা প্রোগ্রামের প্রশাসক ডা. শাফিউল কবীর বলেন, চুয়াডাঙ্গাসহ দেশের বিভিন্ন জেলার মুগুর পা প্রতিবন্ধী রোগীদের বিন্যমূল্যে চিকিৎসা ও থাকা-খাওয়ার ব্যাবস্থা করা হয়েছে। এই চিকিসার ফলে মানুষ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে।