ঘুমের ইনজেকশনসহ বিক্রেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শহরতলী দৌলাতদিয়াড় মাঝেরপাড়ার শাহিনকে ১২ এ্যাম্পুল ঘুমের ইনজেকশনসহ গ্রেফতার করা হয়েছে। গতরাত ১০টার দিকে শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করেন। ব্রিজের নিকট থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহিন (২৮) দৌলাতদিয়াড় মাঝেরপাড়ার হুদার ছেলে। তাকে আজ আদালতে সোপর্দ করা হতে পারে।