ডা. আশহাব উল হকের স্ত্রী বেগম ফরিদা আসহাবের ইন্তেকাল : চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের শোক

স্টাফ রিপোর্টার: প্রয়াত ডা. আসহাব উল হক হ্যাবা’র স্ত্রী বেগম ফরিদা আসহাব ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজেউন)। গতরাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা জেলা শহরের মুক্তিপাড়াস্থ নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। আজ বুধবার বাদ জোহর জান্নাতুল মওলা কবরস্থান জামে মসজিদে নামাজে জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন করা হবে।
বেগম ফরিদা আসহাব ছিলেন চুয়াডাঙ্গা মাঝেরপাড়ার মরহুম আখতার হোসেন জোয়ার্দ্দারের মেয়ে। আখতার হোসেন জোয়ার্দ্দার ছিলেন বৃহত্তর কুষ্টিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি। বেগম ফরিদা আসহাবের ইন্তেকালে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন জেলা আওয়ামী লীগের পক্ষে শোক প্রকাশ করে বলেছেন, বেগম ফরিদা আসহাব যেমন ছিলেন আওয়ামী লীগ নেতার কন্যা, তেমনই তিনি মহান মুক্তিযুদ্ধের সময় দক্ষিণ-পশ্চিম রণাঙ্গনের প্রধান উপদেষ্টা আসহাব উল হক হ্যাবার সহধর্মিণী। বেগম ফরিদা আসহাবের ইন্তেকালে চুয়াডাঙ্গা আওয়ামী লীগ একজন আপনজনকে হারালো। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। এ ছাড়াও শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিলসহ অনেকে।
ডা. আসহাব উল হক হ্যাবা জীবনের শেষের দিকে মানসিক ভারসাম্য হারান। কয়েক বছর আগে তিনি ইন্তেকাল করেন। গতরাতে শেষ নিশ্বাস ত্যাগ করলেন তার দ্বিতীয় স্ত্রী। বেগম ফরিদা আসহাবের ছেলে আহমেদ আসহাব ফেরদৌস সৌদি প্রবাসী। মেয়ে মোমনে ফাহমিদা ঢাকায় স্বামী সংসার নিয়ে বসবাস করেন। ডা. আসহাব উল হকের প্রথম স্ত্রীর বড় ছেলে মেজবাউল হক ব্যাংকার। তিনি তার মায়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া কামনা করেছেন। ব্যাংকার মেজবাউল হক নামাজে জানাজায় শরিক হবেন বলে জানা গেছে।